বছর আড়াই এর ছেলেকে কোলে নিয়েই জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক পত্নি রুজিরা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে ইডি র তলব পেয়ে কোলে ছোটো শিশুকে নিয়েই সিজিও কম্প্লেক্স এ হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বুধবার নোটিশ পাঠানো হয় তাকে। যদিও একাধিকবার তাকে দিল্লিতে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ছোটো শিশুকে রেখে তিনি যেতে প্রস্তুত ছিলেন না এত দূরে।

তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কম্প্লেক্স ডাকা হয়। এবং সেখানেই সন্তানকে কোলে নিয়ে ইডি দপ্তরে গেলেন রুজিরা। কয়েকদিন আগেই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেবারে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে এগিয়ে করা হয় জেরা। সূত্র মারফত জানা যায় রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এদিন সকাল প্রায় 11টা নাগাদ যথাস্থানে পৌঁছান অভিষেক পত্নি। সাথে ছিল আড়াই বছরের ছোট্ট ছেলে। তৃণমূল সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছেন রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তকারী সংস্থা যা যা প্রশ্ন করছেন তার যথাযথ উত্তর দিচ্ছেন তিনি। জানা গিয়েছে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি’র স্পেশাল টিম। সেই টিমে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ। তিনি নেতৃত্ব দিচ্ছে এ প্রতিনিধি দলকে। এছাড়াও মামলার তদন্তকারী অফিসার সুমিত প্রকাশ জৈন ও উপস্থিত রয়েছেন।

কয়লা পাচারকারী দুটি মামলা চলছে একটি মামলা তদন্ত করছে সিবিআই। যেখানে কারা কারা সুবিধাভোগী, কারা কারা কয়লা পাচার কাণ্ডে টাকা নিয়েছে অর্থ কয়লা পাচার সংক্রান্ত বেআইনী অর্থ কারা কারা আত্মসাৎ করেছে তা তদন্ত করছে সিবিআই। দ্বিতীয় হচ্ছে মানিলন্ডারিং অর্থাৎ কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, কোথায় পাচার হয়েছে সেই টাকা কারা পেয়েছে তা তদন্ত করে দেখছে দিল্লির ইডি দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *