সামনে উপনির্বাচন, এরই মধ্যে নন্দীগ্রামের আসন ছেড়ে দেওয়ার কথা জানালেন শুভেন্দু অধিকারী!

ডেস্ক: অপেক্ষা আর মাত্র 3 দিনের। বহু টানাপোড়েন এর পর শেষমেষ উপ নির্বাচনের দিন নির্ধারিত হলো বাংলায়। ভবানীপুর সহ 3টি কেন্দ্র থেকে হবে নির্বাচন। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। দল জিতলেও জয়ী হতে পারেননি স্বয়ং দলের সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে যেকোনো কেন্দ্র থেকে উপ নির্বাচনে জয়ী হয় মুখ্যমন্ত্রীর পদ টি ধরে রাখতে হবে তাকে।

সেই অনুযায়ী অগুন্তিবার নির্বাচন কমিশনে হানা দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। অবশেষে 30 শে সেপ্টেম্বর উপ নির্বাচনের তারিখ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এবার তারই প্রচারে মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী। সোমবার ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রচার করার সময় নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেছেন শুভেন্দু।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটটা ভবানীপুররে ওপর চাপিয়ে দিয়েছেন। করদাতাদের ৩ কোটি টাকা ব্যয় করে এই নির্বাচন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, শোভনদেব চট্টোপাধ্যায় সুস্থই আছেন, দলবদলও করেননি। তাই ভবানীপুরের এই নির্বাচনের কোনও প্রয়োজনীয়তা ছিল না। তিনি আরো বলেন, ‘উচ্চ আদালত কী করবে আমি জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাঁচ কোটি টাকা আদায় করা উচিৎ।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘আপনি নাকি ত্যাগের প্রতীক? আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলব প্রিয়াঙ্কা জিতলে আমার চেয়ারটা যেন ওকে দিয়ে দেওয়া হয়।’ উপহাসের সুরে বলেন, নন্দীগ্রামে তাঁকেই হারাতে গিয়েছিলেন মমতা, অথচ নিজেই হেরে চলে এসেছেন। স্বাধীনতার পর এত নির্লজ্জ রাজনীতিক ভারতে আর পাওয়া যায় না। একজন হেরে যাওয়া লোক ঘুরে ঘুরে বলছে আমাকে ভোট দিন।