15 ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ডেস্ক: মহামারির কারণে গত দুই বছর যাবৎ বন্ধ স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে সে বিষয় একাধিক বিবৃতি এলেও সঠিক তারিখ ঘোষণা করা হয়নি এতদিন। ফলত শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়ছিল আগ্রহ। তবে সমস্ত চিন্তার নিরসন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিলেন।

সোমবার শিলিগুড়ির উত্তরকন্যা-য় আলিপুরদয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানেই তিনি ঘোষণা করেন, কালীপুজো, ছটপুজো মিটলেই আগামী 15ই নভেম্বর থেকে রাজ্যে খুলে দেওয়া হবে স্কুল। এর জন্য প্রশাসন ও স্কুল কর্তপক্ষকে নিয়ে হবে প্রস্তুতি। তার জন্য সমস্ত দায়িত্বভার নেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।

পাশাপাশি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে রাজ্যের একাধিক প্রকল্প কার্যকর করা নিয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, টানা বৃষ্টি, নির্বাচন, অতিমারীর কারণে একাধিক সরকারি প্রকল্পের কাজের গতি কমেছে। কিন্তু তার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টসে ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো প্রকল্পের কাজ করে যেতে হবে। দেখতে হবে সরকারি সব প্রকল্পের সুবিধে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছয়।

রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, লক্ষ্মীভান্ডার প্রকল্পের জন্য এখনো পর্যন্ত 1 কোটি মহিলাকে পরিষেবা দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে যার জন্য খরচ হয়েছে 12000 কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *