100 টি শিশুকে ধর্ষণ করে খুন! OTT প্লাটফর্মে মুক্তি পাচ্ছে পাক সিরিয়াল কিলারের আসুরিক গল্প

ডেস্ক: কথায় আছে একজন সরল মানুষের মন একটি বাঘের মনের থেকেও প্যাঁচালো। কিছু কিছু সত্য ঘটনা এতটাই ভয়ঙ্কর যা একটা মানুষ কতটা নৃশংস হতে পারে তা প্রমাণ করে দেয়।

সিরিয়াল কিলিং বা সাইকো কিলিং নিয়ে একাধিক সিনেমা বা ওয়েব সিরিজ তৈরি হয়েছে। আর সেই সিনেমাটি দেখার পর যখন আমরা জানতে পারি যে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে তখন সেই সিনেমাটির প্রতি ভয় আরো দশ গুণ বেড়ে যায়।

সেইরকমই হাড় হিম করা এক সাইকো কিলার এর কাহিনী অবলম্বনে ‘জাভেদ ইকবাল: অন্ড স্টরি অফ সিরিয়াল কিলার’ ছবিটি মুক্তি পাচ্ছে OTT প্লাটফর্মে। সিনেমাটি পাকিস্তানি এখনো পর্যন্ত মুক্তি না পেলেও ইতিমধ্যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে।

এর আগে 25 শে জানুয়ারি করাচিতে ছবিটির প্রিমিয়ার করা হয়েছিল। এরপর পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রেক্ষাগৃহে ছবিটি নিষিদ্ধ করে। এখন ফিল্ম ফেস্টিভ্যালে মুভিটি জায়গা পাওয়ার পর পরিচালক আবু আলিহা OTT প্লাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

100 টি শিশুকে ধর্ষণ করে খুন! OTT প্লাটফর্মে মুক্তি পাচ্ছে পাক সিরিয়াল কিলারের আসুরিক গল্প

জাভেদ ইকবাল পৈশাচিকভাবে 100টি শিশু হত্যা করার পর নিজেই আত্মসমর্পণ করে। 100টি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেন তিনি। জানা যায়, কুড়ি বছর বয়সে জাভেদ কে মিথ্যে ধর্ষণের অভিযোগে ষড়যন্ত্র করে জেলে পাঠানো হয়েছিল। যদিও তখন প্রকৃতপক্ষে তেমন কোনো অপরাধ করেনি বলেই জাভেদ জানায়। সেই সময় তার মা তাকে জেলে দেখতে যেতেন কিন্তু ছেলের মুক্তির অপেক্ষায় থাকতে থাকতে একদিন জাভেদের মাও মারা যান।

100 টি শিশুকে ধর্ষণ করে খুন! OTT প্লাটফর্মে মুক্তি পাচ্ছে পাক সিরিয়াল কিলারের আসুরিক গল্প

এরপর থেকেই সে শপথ নিয়েছিলো যে তার মা যেভাবে কাঁদে কাঁদে প্রাণ হারিয়েছে সেই ভাবে অন্তত 100 টি শিশুর মাকে কাঁদাবেন তিনি। এরপর শুরু হয় নরকীয় হত্যাকাণ্ড। পুলিশি জেরায় জাভেদ বলেছিল যে, তিনি বাচ্চাদের ভুলিয়ে ও জোর করে লাহোরের শাদবাগে তার বাড়িতে নিয়ে যেত, বাড়িটি ছিল নির্জন এলাকায়। প্রথমে শিশুকে ধর্ষণ করে তারপর লোহার শিকল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করত তারপর লাশটিকে ছোট ছোট টুকরো করে এসিডে টুকরোগুলোকে গুলিয়ে ফেলতে আর কিছু অবশিষ্ট থাকলে সেটি নদীতে ফেলে দিত। এই জঘন্য অপরাধের পর তার মৃত্যুদণ্ড হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *