নয়া রেকর্ড, মাত্র 60 ঘন্টায় 2 দেশের সফর ও 15 টি বৈঠক! সময় সাশ্রয়ের গুরুত্বকে প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক: সময়ের পূর্ণ ব্যবহার ও সময় আশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা সচেতন তার প্রমাণ আগেও পাওয়া গেছে। এবারে এক ঢিলে দুই পাখি মারার মতো এক যাত্রাতেই জার্মানি ও আবুধাবি সফর শেষে দেশে ফিরে এলেন নরেন্দ্র মোদী। একদিকে জি-7 সামিট অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহি সফর, মাত্র সাত ঘন্টায় 15 টি বৈঠক করে নয়া রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার পরবর্তীকালে জি-7 সম্মেলন সবথেকে বড় অনুষ্ঠান ছিল, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। রবিবারে জার্মানিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে তার বিদেশ সফরের বিশেষত্ব হলো যে তিনি কেবল রাতের ও বিকালে যাতায়াত করা পছন্দ করেন কারণ সে সময় কোন সম্মেলন থাকে না, ফলে সময় সাশ্রয় হয়।

গত মাসে প্রয়াত হন সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহান। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই আবু ধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে সেখানে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন সংযুক্ত আমিরশাহি র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। তার আগমনের সৌজন্যবোধে আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি টুইট করে ধন্যবাদ জানিয়েছেন আমিরশাহির প্রেসিডেন্ট কে।

জি-7 বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী।