পুজোর আগে বাড়লো চিন্তা, রাজ্য জুড়ে বৃদ্ধি হচ্ছে সংক্রমণের হার

ডেস্ক: কঠোর কোরোনা বিধি নিষেধ আরোপের পর থেকে রাজ্যে 1% এ এসে ঠেকে ছিল সংক্রান্ত। নিম্নমুখী হচ্ছিল মৃত্যুর হার। কিন্তু আবার বেশ কয়েকদিন ধরে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি তৃতীয় ঢেউয় নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। দুর্গা পুজোয় বাড়তে পারে সংক্রমণ এমনটাই জানিয়েছেন চিকৎসকরা।

রাজ্যে আজকের কোরোনা বুলেটিনে ধরা পড়ে আতঙ্ক বাড়িয়ে, বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে যেখানে বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 708 জন। মৃত্যু হয়েছে 13 জনের। যদিও গতকালের থেকে কিছুটা সংক্রমণ কমেছে এদিন। সুস্থ ব্যক্তির সংখ্যা 694 জন। রাজ্য জুড়ে মোট 7 হাজার 571 জনের চিকিৎসা চলছে। রাজ্য জুড়ে সুস্থতার হার 98.32 শতাংশ।

তবে সংক্রমণের প্রভাব পড়ছে কলকাতায়। যেখানে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 146 জন এবং মৃত্যু হয়েছে 4 জনের। সার্বিকভাবে কলকাতায় মৃত্যুর সংখ্যা 5 হাজার 70। এদিন রাজ্য জুড়ে কোরোনা ভাইরাসে র টেস্ট হয়েছে 39 হাজার 661 জনের। যা নিয়ে এখনো পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, 1 কোটি 81 লক্ষ 85 হাজার 322।

তবে সুসংবাদ হলো, গোটা দেশের 91.1 কোটি মানুষের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়েছে। এবং 24.9 কোটি মানুষের দুটি ডোজ ই নেওয়া হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *