এপার বাংলার রয়্যাল বেঙ্গল নদী সাঁতরে পৌঁছে যায় ওপার বাংলায়

ডেস্ক: বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার 100 কিলোমিটার পেরিয়ে ওপার বাংলায়। গত বছর 27 শে ডিসেম্বর বসিরহাট রেঞ্জের হরিখালী ক্যাম্পে রেডিয়ো কলার পড়ানো হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার কে। তারপর থেকেই বাঘটির গতিবিধি করা হচ্ছিল ট্র্যাক।

রেডিয়ো কলার পড়িয়ে ছেড়ে দেওয়ার পর বাঘটি ছোট হরিখাল, বড় হরিখাল ও রাইমঙ্গ নদী সাঁতরে পার করার পর পৌঁছে যায় বাংলাদেশে। গত 11 মে রেকর্ড অনুযায়ী বাক্য ছিল বাংলাদেশের তালপট্টিতে। সেই রেডিয়ো কলার সেন্সরের মাধ্যমে বনদপ্তর বাঘটি অবস্থান জানতে সক্ষম হয়। এমনকি বাক্যে মারা গেলেও সেই সিগন্যাল পাঠাতে পারবে রেডিয়ো সেন্সর। কিন্তু এরপর থেকে বাঘটির অবস্থান সম্পর্কে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

ধারণা করা যায় রেডিয়ো কলার হয় তো খুলে পরে গেছে। অথবা সুন্দরবনের লবণাক্ত জলের নষ্ট হয়ে গেছে তাই কোন রকম সন্ধান তারা পাচ্ছে না । চিন্তার বিষয় হয় বাঘটি বর্তমান পরিস্থিতিতে কোথায় আছে এবং আদেও সুরক্ষিত আছে কিনা সেটা জানা সম্ভব হচ্ছে না।