এবারে কোভিড যুদ্ধে এগিয়ে এলেন অরিজিৎ সিং, কথা রাখলেন তিনি

ডেস্ক: কোরোনায় আক্রান্ত মানুষদের সাহায্যের জন্য হাত বাড়ালেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের এক হাসপাতালের কোভিড ওয়ার্ডে পৌঁছে দিলেন অক্সিজেন কনসেনট্রেটর সহ চিকিৎসার সরঞ্জাম।

কিছুদিন আগেই মাতৃ হারা হন অরিজিৎ। কোরোনায় আক্রান্ত হয়ে যাওয়ার পর সেরিব্রাল অ্যাটাকে মারা যান তিনি। এবং এই ধাক্কা মেনে নিতে পারেননি অরিজিৎ সিং। তাই তিনি নিজের চেষ্টায় ধৃতি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন কোরোনা রোগীদের।

তিনি মাতৃ বিয়োগের পর সকলকে কথা দিয়েছিলেন অসময় এগিয়ে আসার। এবং বর্তমানে সেই কথাই রাখার চেষ্টায় তৎপর হয়ে উঠেছেন অরিজিৎ।

বেশ কিছুদিন আগেই বহরমপুর মাতৃসদন কোভিদ হাসপাতালে 5 টি এইচএফএন মেশিন দান করেছিলেন তার ফাউন্ডেশন। এবং সোমবার বহরমপুরে 5 টি হাই ফ্লো নেজাল অক্সিজেন মেশিন এবং 10 টি অক্সিজেন কনসেনট্রেটের দিলেন স্বাস্থ্য দফতর কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *