মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যপালকে চিঠি তৃণমূল কর্মীদের

ডেস্ক: আগামী 28 শে অক্টোবর গোয়ার সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য গোয়ায় রাজনৈতিক ভিত শক্ত করা। কিন্তু এরই মাঝে বেশ কিছু ঘটনার কারণে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা লুইজিনহো ফালেইরোর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে স্মারলিপি জমা দেন। যেখানে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এর পদত্যাগের দাবি জানানো হয়েছিল।

এই দিন লুইজিনহো ফালেইরোর সাথে ছিলেন বাবুল সুপ্রিয় এবং সৌগত রায়। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে যথেষ্ট দুর্নীতি চলছে এমনটাই দাবি বিভিন্ন মহলে। সেই জায়গায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে যেনো রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই পদচ্যুত করেন এমনটাই দাবি তৃণমূলের।

উল্লেখ্য, সোমবার তৃণমূলের পক্ষ থেকে একটি চার্জশিট প্রকাশ করা হয়েছিল যেখানে গোয়ায় বিজেপি সরকারের দুর্নীতি এবং অন্যান্য অভিযোগ তুলে ধরা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই স্মারকলিপি জমা দিয়েছেন তারা এমনটাই সূত্রে খবর। পাশাপাশি সিদ্ধি নায়েক মামলায় দুর্নীতি এবং গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক দ্বারা উল্লিখিত কোভিড মোকাবিলায় অব্যাবস্থা এবং বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ এই স্মারকলিপিতে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে। এছারাও কর্মসূচী নিতে বাঁধা দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া এবং অন্যান্য বিষয়ও তুলে ধরা হয়েছে এই স্মারকলিপিতে।

তৃণমূল নেতা সৌগত রায় রাজ্যপালের কাছে যাওয়ার আগে জানান, তাঁরা রাজ্যপালের কাছে যাচ্ছেন সিদ্ধি নায়েকের মৃত্যুর জুডিসিয়াল তদন্তের দাবি জানাতে।

সোমবার তৃণমূলের চার্জশিট প্রকাশের অনুষ্ঠানের অনুমতি চারদিন আগে নেওয়া হলেও সেই অনুমতি হঠাৎই বাতিল করে দেয় পুলিশ। এর প্রতিবাদে আজাদ ময়দানে এই চার্জশিট প্রকাশ করে তৃণমূল। গোয়ার রাস্তায় নেমে বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ডাক দেন ফালেইরো।