নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরিকল্পিত হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস কর্মী পথ অবরোধ ও বিক্ষোভ

ডেস্ক: বুধবার মননয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামেই থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ ছন্দপতন। পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন রাতেই কলকাতায় ফিরছেন তিনি।

গোটা ঘটনায় বিজেপির দিকে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী। এদিন হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সময় ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। মুখ থুবড়ে পড়ে যান তৃণমূলনেত্রী। পায়ের পাশাপাশি মাথাতেও চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। অসহ্য ব্যথা শুরু হয় পায়ে।

সেই কারণে সফর কাটছাট করে বুধবার রাতেই কলকাতায় রওনা দিতে হয় তৃণমূলনেত্রীকে।আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতাল বলেই পরিচিত এসএসকেএম এ।

এই পরিকল্পিত হামলার প্রতিবাদ এ সারা রাজ্যের পাশাপাশি তমলুকের রাজপথে হাসপাতাল মোড় এলাকায় রাতেই তৃনমূলের কর্মী-সমর্থকরা দলীয় পতাকা নিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ করে। তাদের দাবি দোষীদের অবিলম্বে খুঁজে শাস্তি দিতে হবে।