একাধিকবার ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগে শুভেন্দুকে গ্রেফতারের দাবি তৃণমূলের

ডেস্ক: সারদা মামলা মাঝেমধ্যেই হয়ে ওঠে উত্তপ্ত। এবারে এই উত্তপ্তের আগুন উচ্ছলে পড়েছে রাজভবনে। রাজ্যে গেরুয়া শিবিরের মুখপাত্র শুভেন্দু অধিকারী কে গ্রেফতারের দাবি জানিয়ে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধি দল। ব্রাত্য বসুর নেতৃত্বে কুনাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, অর্জুন সিং সহ তৃণমূলের 8 সদস্যের প্রতিনিধিদল পৌঁছায় রাজভবনে।

সারদা কাণ্ডে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারীকেও। এই দাবিতেই পথে নেমেছিল শাসক দল। ইতিমধ্যে এই দাবিকে সামনে রেখে কলকাতা, হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সিজিও কম্প্লেক্সের সামনেও সভা করেন। এবার মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের দরবারে এসে উপস্থিত হন তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, সারদা কাণ্ডে ধৃত সুদীপ্ত সেন দাবি করেছেন, তাকে ব্লাকমেইল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। 50 লাখ টাকার ড্রাফট দেখিয়ে ‘লাখ লাখ কোটি কোটি’ টাকা নিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু। আর এই অভিযোগকে ঘিরেই শাসক শিবিরের প্রশ্ন, সারদা মামলায় যদি তৃণমূল কংগ্রেসের নেতা কে সিবিআই গ্রেফতার করতে পারে তবে, এই মামলার কর্ণধার যখন নিজেই শুভেন্দু অধিকারীর নাম করছে তখন তাকে কেন গ্রেফতার করা হবে না? তিনি বিজেপিতে আছে বলেই কি সিবিআই এর হাত থেকে ছাড়পত্র পেয়ে চলেছেন?

শুধু তাই নয়, এক সময় বিজেপির অফিসের স্ক্রিনে শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার ছবি দেখিয়ে নারদা মামলায় দিনের পর দিন তার গ্রেফতারি চেয়েছিল বিজেপি। সেই শুভেন্দু অধিকারীর নামই নেই সারদা মামলার এফআইআর এ। তবে এই নানারকম কথাবার্তা ও অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তাদের বক্তব্যকে হাসির খোরাক বানিয়ে দিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *