রাষ্ট্রপতি নির্বাচনের আগেই বড় ধাক্কা তৃণমূলের! দল থেকে সড়তে চাইছেন এই নির্বাচনের এক মুখপাত্র

ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কেন্দ্রে এক ব্যাপক চিন্তা প্রকাশ পেয়েছে। আর এর মধ্যেই তৃণমূল কংগ্রেস খেলো বড়ো ধাক্কা। রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইতে যার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছিল হঠাৎ করেই মঙ্গলবার সকালে তিনিই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকালে দল ত্যাগ করার কথা ঘোষণা করেছে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা।

এদিন টুইট করে যশবন্ত সিনহা জানিয়েছেন, বৃহত্তর জাতীয় স্বার্থের জন্য তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি টুইটে লেখেন, “তৃণমূলে যে সম্মান ও মর্যাদা আমাকে দেয়া হয়েছে তার জন্য আমি মমতাজির কাছে কৃতজ্ঞ। এখন সময় এসে গিয়েছে যখন আমাকে বৃহত্তর জাতীয় স্বার্থ এবং আরও উন্নত বিরোধী ঐক্যের জন্য দল থেকে সরে যেতে হবে। আমি মনে করি তিনি আমার এই সিদ্ধান্তকে অনুমোদন করবেন।”

যশবন্ত সিনহার তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা বিরোধী দলের জন্য এক বড় ধাক্কা। শোনা যায় বেশ কয়েকজন বিরোধীদলের নেতা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেছিলেন।