আসানসোল উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন বাবুল সুপ্রিয়?

ডেস্ক: আগামীকাল অর্থাৎ 19 শে অক্টোবর আসানসোলের সংসদ পদ থেকে নিজেই ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়। আর এই পদত্যাগ জমা দেওয়ার আগে তিনি টুইটারে লিখেছেন “স্পিকার ওম বিড়লাকে আমি শ্রদ্ধা জানাই আমাকে আগামী কাল সকাল ১১টার সময় তিনি সময় দিয়েছেন তাই। আমি তাঁর হাতে ইস্তফাপত্র জমা দেবো। আমি এর পর থেকে বিজেপি সাংসদ হিসেবে কোনও অর্থ বা অন্য কোনও সুযোগ সুবিধে নেবো না।”

তিনি আরও লেখেন, “আমি আর বিজেপির অংশ নই, যে বিজেপির জন্য আমি একটি আসনে জয়লাভ জয়লাভ করবো করেছিলাম। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে তবে আমি আবার জয়লাভ করব।”আর সোশ্যাল মিডিয়ায় তার লেখার শেষ মন্তব্য নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। পদত্যাগের পর তিনি বাবুল কি পুনরায় আসানসোলের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে যোগ দেবেন?

Will Babul again contest the Lok Sabha elections in Asansol as a tmc candidate?

তবে সূত্র অনুযায়ী, বাবুল সুপ্রিয় কে লোকসভার আসন ছেড়ে রাজ্যসভার আসনে জিতিয়ে সংসদের উচ্চকক্ষে পাঠানোর ইচ্ছা তৃণমূলের। কিন্তু বাবুল সুপ্রিয় তাতে সহমত নয় বলেই জানান তিনি। তিনি চান ইস্তফা দেওয়া আসনে অর্থাৎ আসানসোল উপনির্বাচন লড়ে লোকসভায় ফিরবেন তিনি। তবে বাবুল এ বিষয় পুরো সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধায়ক ও সাংসদরা দলে যোগ হতে চাইলে পদত্যাগ করিয়ে নিয়ে আসবেন। এবং দলে থেকে তারা নতুন করে জিতবেন। সেই মতোই চলেছেন বাবুল সুপ্রিয়। প্রথম থেকেই তিনি লোকসভার স্পিকারের সময় পার্থনা করে এসেছেন তিনি। তবে আসানসোল উপনির্বাচনে তিনি টিকিট পাচ্ছেন কি না তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *