বাম ও তৃনমূল শাসনকালে রায়না অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি ঘটে, তাই সাধারন মানুষের আশা বিজেপি: মানিক রায

ডেস্ক. রাজ্যে হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি।
চিকিৎসা ব্যবস্থার নামে যে দুর্নীতি অবিরত চলে আসছে তা নিয়ে আওয়াজ তোলেন পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভায় বিজেপির প্রার্থী মানিক রায়।

নির্বাচনী প্রচার সভায় থেকে ফেরার পথে তিনি এক সাক্ষাৎকারে বলেন- রায়না বিধানসভার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো দুর্বল হয়ে পড়ছে, কারণ বিগত 34 বছরের বামপন্থী এবং 10 বছরের তৃণমূল শাসনে যে তোষণ চলেছে তাতে কোনো ডেভলপমেন্ট হয়নি ফলে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি বন্ধ হওয়ার মুখে।

বর্তমান ইন্টারনেট প্রযুক্তির যুগ, এখন ইন্টারনেট খুললেই পাওয়া যায় গোটা রাজ্যের অন্য খবর সহ চিকিৎসা মূলক খবরাখবর, চিকিৎসা কেন্দ্রগুলি অবস্থা খুবই গুরুতর, সেখানে কোনো ঠিকঠাক অনুষদ নেই। যেখানে দেখা যাচ্ছে বেডের সংখ্যা খুবই নিম্নতম, কোথাও 10 টা কোথাও বা 15 টা।

রায়না অঞ্চলে যে দুটি ব্লক আছে তাতে কেবল মাত্র দুটিই স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু সেখানে সঠিক চিকিৎসা পরিষেবা নেই, সেখানে না আছে ভালো ডাক্তার না আছে ভালো নার্স।
রায়না ও তার সংলগ্ন এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র হলো বর্ধমান হাসপাতাল।

রায়না অঞ্চলে মানুষরা বরাবরই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় এসেছে।
এমনকি তৃণমূলের ভাতা হিসেবে দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড ও সেখানে কোনো কাজে লাগে না।

কেন্দ্র সরকার থেকে স্বাস্থ্য পরিষেবার উদ্দেশ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পটি তৃণমূল সরকার থেকে পশ্চিমবঙ্গের লাগু হতে দেয়া হয়নি। যার ফলে, কেন্দ্র সরকার বিজেপির তরফ থেকে স্বাস্থ্য সম্পর্কিত যে প্রকল্পটি বাস্তবায়ন করার চেষ্টা করেছে তার সুবিধা সাধারন মানুষ পাচ্ছে না।

তিনি আরও বলেন, রায়না এলাকাবাসীরা তার উপর অনেক আশা নিয়ে রয়েছে, সাধারণ মানুষের একমাত্র চাহিদা তাদের এলাকায় একটি উপযুক্ত স্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠা।

দেখা যাচ্ছে, নির্বাচনী প্রচারে সাধারন মানুষ মানিক রায় কে আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে আপন করে নিচ্ছে এবং সমর্থন জানাচ্ছে, সুতরাং এটি ধারণা করা যায় যে সাধারন মানুষ মানিক রায় কে তাদের আগামী দিনের বিধায়ক হিসাবে পাশে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *