ভাঙল ৭ মাসের পুরনো রেকর্ড, দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা, ব্রাজিলকেও পিছনে ফেলল ভারত

গরম পড়তেই ক্রমেই সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ করোনা। এদিকে গত বছর মার্চে সংক্রমণ শুরুর প্রথম দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হল ভারত। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়লেন ১ লক্ষের বেশি মানুষ। পরিসংখ্যান বলছে গত সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর এই চিত্র দেখেই আতঙ্কিত আম-আদমি।

এদিকে এতদিন পর্যন্ত দৈনিক সর্বাধিক আক্রান্তের রেকর্ড ছিল ১৬ সেপ্টেম্বরের দখলে।ওই দিন করোনার কবলে পড়েছিলেন ৯৭,৮৯৪ জন। কিন্তু স্রেফ গত ২৪ ঘণ্টায় ১০৩,৫৫৮ আক্রান্তের হদিশ মিলেছে গোটা দেশে আর তাতেই বাড়ছে উদ্বেগ। করোনা রুখতে আংশিক লকডাউনের পথেও হাঁটতে শুরু করেছে একাধিক রাজ্য। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকেরও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে বিশ্বের বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের পাঁচ মাস পর ভাঙতে শুরু করেছে ভারত। এমনকী এপ্রিলের মাঝামাঝি সময়েই সবচেয়ে ভয়ানক রূপ নিতে পারে দেশের করোনা পরিস্থিতি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে এত উদ্বেগের মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে মৃত্যুর হার। গত ১৬ সেপ্টেম্বর যখন দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি ছিল, সেদিন করোনায় প্রাণহানি হয়েছিল প্রায় ১,৩০০ জনের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৭৮ জনের প্রাণ গেছে গোটা দেশে। ফলস্বরূপ বর্তমানে ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫,১০১।