লাগলো যে দোল

ডেস্ক: আজ দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুর…বসন্ত জাগ্রত দ্বারে। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়।

নিউটাউনের রবীন্দ্র তীর্থে বসন্তোৎসব পালন। আজ সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশ্বভারতীতে বসন্তোৎসব বন্ধ হলেও, রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতন। সোনাঝুরিতে শুরু হয়েছে বসন্তোৎসব। দেশ, বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা ভিড় করেছেন। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাশাপাশি, বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডে জমিয়ে চলছে দোল খেলা। কলকাতার বুকে একটুকরো শান্তিনিকেতন। গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে পালিত হল বসন্তোৎসব। নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠেছে কচিকাঁচারা।

বেহালা বকুলতলায় নূপুর নিক্কন ডান্স স্কুলের তরফে বসন্তোৎসব পালিত হল। বাসুদেবপুর এলাকায় প্রভাত ফেরিতে অংশ নেয় কচিকাঁচারা। বাঘাযতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘের উদ্যোগে বাঘাযতীনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রভার ফেরির আয়োজন করা হয়। পাশাপাশি, গরমের দিনে জলসঙ্কটের কথা মাথায় রেখে, জল অপচয় না করার বার্তা দিলেন ক্লাব সদস্যরা।

কোথাও লাল, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। আজ সম্প্রীতি, সৌহার্দ্যের রঙে মাখামাখি রাজনীতির আঙিনা। চেতলায় নিজের ওয়ার্ডে প্রভাত ফেরিতে যোগ দিয়েছেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর ক্লাব চেতলা অগ্রণীর উদ্যোগে দোলের উৎসব পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *