কোরোনা কে কোনভাবেই অবহেলা করা যাবে না: নব্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সতর্কতা দিলেন নরেন্দ্র মোদী

ডেস্ক: মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের পর বেশ কিছু মন্ত্রীদের দায় দায়িত্ব ও পদ অদল বদল হয়েছে। কিছু জন দায়িত্ব খুইয়েছেন। আবার প্রায় 36 টি নতুন মুখ যোগ হয়েছে ক্যাবিনেটে।

মন্ত্রিসভা সম্প্রসারণের পর মন্ত্রীদের সাথে প্রথম বৈঠকের দিন এই কোরোনা নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য তথা দেশে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে বেশ মাত্রায়। কিন্তু ঢিলেমি দেওয়া চলবে না। তৃতীয় ঢেউ আসার আগেই নিতে হবে ব্যবস্থাপনা, এমনটাই নির্দেশ নমো র।

নতুন মন্ত্রীদের সর্তকতা জানিয়ে তিনি আরও বললেন, দেশে কত পরিমান অক্সিজেন মজুত রয়েছে এবং দ্বিতীয় ঢেউয়ের এরপর কতই বা উৎপাদন বেড়েছে তা তিনি খতিয়ে দেখবেন। দ্বিতীয় কেউ আসার পর যেভাবে অক্সিজেনের আকাল দেখা দিয়েছিল তাতে অক্সিজেনের অভাবে লক্ষ্য লক্ষ্য মানুষ মারা গিয়েছে। সেই রকম পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকেই সচেতন থাকতে হবে।

গতবারের পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে গেছিল যে বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা পূরণ করতে চালু করা হয়েছিল অক্সিজেন এক্সপ্রেস। সাথে সড়কপথের অক্সিজেনবাহী ট্যাঙ্কার নির্দিষ্ট সময় পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল গ্রিন করিডরও। তাই এবারও একই ব্যবস্থাপনা নিয়ে হবে কিন্তু অগ্রিম ভাবে। বাড়ানো হবে অক্সিজেন উৎপাদনের মাত্রা।

এই বিষয় নিয়েই নব্য এবং পুরনো মন্ত্রীদের সাথে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। গতকালই নয়া মন্ত্রী পরিষদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মাস্ক ছাড়া সাধারণ মানুষের প্রিয় গানের একটি ভিডিও দেখিয়ে বলেন, ” কোরোনা কে কোনভাবেই অবহেলা করা যাবে না। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও দেশের সামগ্রিক কোরোনা পরিস্থিতি এখনো ভয়ংকর। পাশাপাশি ভাইরাসের মিউটেশন ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।”

দেশে নতুন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়া জানান আগামী দিনের কথা ভেবে অক্সিজেন, বেড ও জরুরি ওষুধ নিয়ে ভবিষ্যতের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা। 23,132 কোটি টাকার স্বাস্থ্য সংক্রান্ত প্যাকেজও ঘোষণা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *