তৈরি হল নতুন ইতিহাস, অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতল ভারত

ডেস্ক: 2021 টোকিও অলিম্পিকে অসাধারণ পারফমেন্স করলো ভারত। এর আগে একটি অলিম্পিকে ৭টি পদক কখনও আসেনি। আগের অলিম্পিক গুলোর মধ্যে সবথেকে ভাল ফল হয়েছিল ২০১২ সালে। এবং সেই সময় ৮৩ জন অংশ নেন। আসে ৬ টি পদক। দুটি রুপো, চারটি ব্রোঞ্জ। সুশীল কুমার কুস্তিতে রুপো, বিজয় কুমার শ্যুটিংয়ে রুপো, মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ, সাইন নেহওয়াল ব্যাডমিন্টনে ব্রোঞ্জ, গগন নারাং বক্সিংয়ে ব্রোঞ্জ বিজেন্দর সিং বক্সিংয়ে ব্রোঞ্জ।

এবারে প্রথম স্বর্ণ পদক জিতলেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার দূরে থ্রো করেন জ্যাভলিন। ছাপিয়ে গিয়েছে সবাইকে। নীরজের পরেই রয়েছেন, চেক রিপাবলিকের ভি ভেসলি। তিনি থ্রো করেছেন ৮৫.৪৪ মিটার। আর তাঁর পরেই রয়েছেন জার্মানির যে ওয়েবার। তিনি জ্যাভলিন থ্রো করেছেন ৮৫.৩০ মিটার।

২০২০(২১) টোকিও অলিম্পিকে ১২৮ জন অংশ নেন ভারতের। এখন পর্যন্ত ৭ টি পদক নিশ্চিত। ভারত্তোলনে মীরবাই চানু জিতেছেন রুপো, পিভি সিন্ধু ব্যাডমিন্টন সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছেন, মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জ জয় করেছেন লভলিনা বোরখোঁইয়া, পুরুষদের কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন বজরং, রুপো জিতেছেন রবি। পুরুষ হকি দল জিতেছে ব্রোঞ্জ। আর জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ফেভারিট হিসেবে নেমে নীরজ চোপড়া জিতলেন সোনা।