শাহরুখ খানের সিনেমায় পর্নস্টার কেন্দ্রা লাস্ট?
ডেস্ক: হলিউডে এমন বহু তারকা আছেন যারা বলিউড বলতেই এক নামে চেনেন শাহরুখ খানকে। টম হিডেলস্টোন থেকে অ্যাঞ্জেলিনা জলি, জ্যায়ান মালিক, ক্রিস্টিয়ান স্টুয়ার্ট অনেকেই SRK এর প্রশংসায় পঞ্চমুখ।
তবে কিং খানের ভক্ত শুধু সিনেমায় অভিনয় করা অভিনেতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। তার আরো একজন বড় ভক্ত কেন্দ্রা লাস্ট। হ্যাঁ অ্যাডাল্ট ছবির তারকা কেন্দ্রা লাস্ট।
সম্প্রতি ‘ডন-3’ র নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে ডন ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি ‘ডন-3’ 2023 এ মুক্তি পেতে চলেছে। সেই ছবিতে থাকছে নাকি অমিতাভ বচ্চন ও। শাহরুখ প্রেমীদের জন্য এটি অত্যন্ত খুশির সংবাদ। আগামী বছর শাহরুখ খানের চারটি ছবি মুক্তির জন্য পরপর লাইনে রয়েছে- ডুনকি, পাঠান, জওয়ান ও ডন-3।
দারুন উৎসাহিত অনুরাগীরা। তবে শুধু অনুরাগীরা নন, উৎসাহিত পর্নস্টার কে কেন্দ্রা লাস্ট ও। সিনেমায় দেখার জন্য নয়, সিনেমায় অভিনয় করার জন্য।
Hey @ritesh_sid & @FarOutAkhtar ..
Let’s make #Don3 on Public Demand😉I am In 🔥 pic.twitter.com/O1Tkql7T8h
— Kendra Lust™ (@KendraLust) June 6, 2022
শাহরুখ খানের খুব বড় ভক্ত কেন্দ্রা। SRK এর কোনো ছবিই দেখা বাকি রাখেনি তিনি। সম্প্রতি টুইটারে শাহরুখ খানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে কেন্দ্র জানিয়েছেন, ডন-3 তে কাজ করার জন্য তিনিও প্রস্তুত। টুইটে ট্যাগ করেন ফারহান আখতার কেও। পাশাপাশি শাহরুখ খানের এক ফ্যানের তৈরি জওয়ানের পোস্ট শেয়ার করেছেন তিনি।
Always wanted #SRK in stylist Action movies…What a teaser…Waiting for @Atlee_dir ‘s this masterpiece ft. @iamsrk & #nayanthara..🔥
Have A Blast , Chief 😉#Jawan pic.twitter.com/t7EtQ41xyp
— Kendra Lust™ (@KendraLust) June 11, 2022