জেনে নিন উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণে আরও কতজন পেতে চলছে সুবিধা

ডেস্ক: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যের রান্নার গ্যাস বিতরণ এই বিশেষ স্কিমটি মঙ্গলবার উত্তরপ্রদেশের মাহোবা জেলায় উদ্বোধন করবেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের সূচনা করবেন এমনটাই নেওয়া হয় পরিকল্পনা। অনুষ্ঠানে অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

প্রধানমন্ত্রীর সোমবার এই প্রকল্পের উদ্বোধন এর কথা জানিয়ে একটি টুইট করেন। তিনি জানিয়েছেন মঙ্গলবার দুপুর সাড়ে 12টায় উত্তরপ্রদেশের মাহোবার বাসিন্দাদের হাতে উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায় এলপিজি সংযোগ তুলে দেওয়া হবে।

কি এই প্রকল্প? দ্বিতীয় সংস্করণে কি কি সুবিধা মিলতে চলেছে?

2016 র পহেলা মে এই যোজনার উদ্বোধন হয়। উত্তরপ্রদেশের বালিয়ায় প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে দিতেই বিশেষ স্কিম এনেছিলেন পেট্রোলিয়াম মন্ত্র।

প্রথম সংস্করণে এ প্রকল্পের আওতায় 2020র মধ্যে 5 কোটি মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার পরিকল্পনা ছিল কেন্দ্রের। পরে 2018 তে এই প্রকল্পে সাতটি ক্যাটাগরি যুক্ত করা হয়। যেসব মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাহক বা অন্তোদ্বয় অন্ন যোজনার গ্রাহক তাদের অন্তর্ভুক্ত করা হয় উজ্জ্বলা যোজনা। সাথে তপশিলি জাতি, উপজাতি চা, বাগান ও দ্বীপ অঞ্চলের মহিলাদেরও এ প্রকল্পের আওতায় আনা হয়।

পরবর্তীকালে এই স্কিম পরিবর্তন করে 5 এর জায়গায় 8 কোটি মহিলাকে গ্যাস দেওয়ার লক্ষ্য নেয় কেন্দ্র। 2019 এর আগস্ট এর মধ্যে এই পরিমাণ এলপিজি কানেকশন দেওয়া সম্ভবও হয়। দেখলে শেষ হওয়ার সাত মাস আগেই 79,995,022 জনকে কানেকশন দেওয়া হয়।

এইবার দ্বিতীয় সংস্করণে 1 কোটি গ্রাহক কে বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন দেবে কেন্দ্র। এবং অতিরিক্ত কানেকশন দেওয়ার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে আগেই। 2021-22 এর বাজেট অধিবেশনে সে কথা ঘোষণাও করা হয়।

দ্বিতীয় সংস্করণে ক্ষেত্রে প্রথমবার গ্যাস ভরানোর জন্য কোন টাকা লাগবে না। কোনো নথি ও লাগবেনা কানেকশন পেতে। ফলে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড ও ঠিকানার প্রমাণপত্র দেখিয়েই স্কিমের সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *