“বাস্তবায়ন হয়নি কোনো প্রতিশ্রুতি, অন্তত রাজু বিস্ত কে মন্ত্রীত্ব দিলে খুশি হতো দার্জিলিং”, মোদী কে চিঠি জিম্বার

ডেস্ক: মোদীর ক্যাবিনেট রাজ্যের চার বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক, ডঃ সুভাষ সরকার, জণ বার্লা ও শান্তনু ঠাকুর জায়গা পেলেও, দার্জিলিংয়ের কোনো সাংসদ মোদীর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তার ই ক্ষোভ প্রকাশ করে শুক্রবার নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা।

তিনি এক প্রকার রাগ জাহির করেই চিঠি টি লেখেন। জিম্বার বক্তব্য অনুযায়ী, দার্জিলিংয়ের মানুষ বিজেপিকে ভরসা করেছে। তবুও তাদের প্রতিশ্রুতি পূরণ হয়নি। কিন্তু রাজু বিস্ত কে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদে সন্মানিত করলে তাও কিছুটা ক্ষততে প্রলেপ পড়তে পারতো। কিন্তু সেটাও হলো না।

জিম্বার মতে, রাজ্যে বিজেপির আশাপ্রদ ফল না হলেও উত্তরবঙ্গে ভালো ফল হয়েছিল। দার্জিলিং তার অন্যতম উদাহরণ। যেখানে দার্জিলিংয়ে পাঁচটি বিধানসভার মধ্যে পাঁচটিই জিতেছে বিজেপি। যার অন্যতম কৃতিত্ব রাজু বিস্ত এর। কিন্তু এত ভালো ফল করার পর ও মন্ত্রিত্ব দেওয়া হলো না রাজু বিস্ত কে। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় বিজেপি সরকার। তবুও পাহাড় বিজেপিকে ভরসা করে আছে।

নীরজ জিম্বার দাবি, “দার্জিলিং এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলো।” তবে ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজ্যে থেকে চার জন কে মন্ত্রী করার জন্য ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সাথে মন্ত্রীসভার সদস্যদের ও শুভেচ্ছা জানান তিনি। একথা ও স্পষ্ট করে দেন, এই চিঠি তিনি একজন বিধায়ক হিসাবে নয় বরং উত্তরবঙ্গের বাসিন্দা হিসাবে এবং গরখাদের প্রতিনিধি হিসাবে লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *