কমলো পেট্রোল ডিজেলের দাম, খানিক স্বস্তিতে আমজনতা!

ডেস্ক: কোরোনার ধাক্কায় বেকাবু গোটা দেশ। একে রোজগার বিপন্ন, তার ওপর লাগাতার বেড়ে চলা পেট্রোপণ্যের মূল্যতে আরও বেসামাল হয়ে ওঠে দেশবাসী। বহুবার মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। তবে এই বার মিলবে স্বস্তির নিশ্বাস।

দাম কমেছে পেট্রোল ডিজেলের। আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 101 টাকা 93 পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 92 টাকা 13 পয়সা। দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম 101 টাকা 64 পয়সা আর ডিজেলের দাম 89 টাকা 07 পয়সা। এবং চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম 99 টাকা 32 পয়সা, ডিজেলের দাম 96 টাকা 64 পয়সা।

লকডাউনের কারণে একেই পরিবহন ব্যবস্থায় অসুবিধার সম্মুখীন মানুষ। পাশাপাশি বাস ও গাড়ি চালকদের যেতে হচ্ছে দারুন ঘটতির মধ্যে। সব মিলিয়ে মিশিয়ে চিন্তা জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে পেট্রোপণ্যের মূল্য কমায় কিছুটা নিশ্চিন্ত সাধারণ মানুষ।