যীশু সেনগুপ্তের উদ্দ্যোগে সেফ হোম, কোরোনায় সংক্রমিতদের নতুন ঠিকানা

ডেস্ক: প্রতিনিয়ত গোটা দেশজুড়ে মানুষ শিকার হচ্ছে কোরোনার। মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সেলিব্রিটি থেকে আমজনতা। সকলে একজোট হয়ে মোকাবিলা করছে কোরোনার। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে মানুষের। হাসপাতলে বেড পাচ্ছে না রোগীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার তারকারা বহুবার আশ্বাস দিয়েছে পাশে দাঁড়ানোর।

এবারে টলিউডের অন্যতম প্রতিভাশীল অভিনেতা যীশু সেনগুপ্ত তেমনি মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে নেমে পড়েছেন মাঠে। লকডাউন এর কারণে বন্ধ রয়েছে দেশের স্কুল প্রশিক্ষণকেন্দ্র গুলি। তাই লেক মার্কেটের পাশে বাণীচক্র স্কুলটিকে করোনা আক্রান্তদের সেফহোম গড়ে তুললেন যীশু।

২০টি বেড, ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ২০টি অক্সিজেন সিলিন্ডার থাকবে প্রস্তুত। তবে শুধু থাকা চিকিৎসার পরিষেবাই নয় কোভিড আক্রান্তদের খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ক্যান্টিনের। রাসবিহারীর নবনির্বাচিত তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারের সাথে যৌথ উদ্যোগে গঠন করেছেন এই ব্যবস্থাপনা। আগামীকাল অর্থাৎ বুধবার ১৯ শে মে থেকে শুরু হতে চলেছে সেফ হোমের পথ চলা।

এ বিষয়ে বিশদে জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন সেখানে তিনি লেখেন, “আগামীকাল থেকে শুরু হচ্ছে… ১৯শে মে ২০২১ প্রত্যেকের সমর্থন ও আশীর্বাদ কাম্য।
সাথে একটি ছবিও তিনি পোস্ট করেন যাতে লেখা আছে সেফহোমের ঠিকানা- বাণীচক্র ৩৩ সর্দার শঙ্কর রোড, লেক মার্কেটের পাশে। রয়েছে হেল্পলাইন নম্বরও-৯৮৩০৮৪৯৯৭৫, ৯০০৭৮৩০৬৮০।
হোয়াটস অ্যাপ-৭৩৮৪১১৭৮৯৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *