নবান্নে শোভন-বৈশাখী! পুরোনো দলে প্রত্যাবর্তন?

ডেস্ক: Couple goals এর ছবি দেখে ঠিক যেমনটা আশা প্রেমিক যুগলরা মনে মনে বেঁধে নেয়। ঠিক তেমনভাবেই প্রেমের নৌকা ভাসিয়েছিলেন শোভন-বৈশাখী। খবরের শিরোনামে প্রতিবার উঠেছে তাদের নাম। নেচে গেয়ে, প্রেমের কাহিনী প্রকাশ্যে এনে প্রতিবার দৃষ্টি আকর্ষণ করেছেন এই রাজনৈতিক প্রেমিক যুগল।

এবারেও শিরোনামে পুনরাবৃত্তি হচ্ছে তাদের নাম। তবে ব্যক্তিগত জীবন নিয়ে না রাজনৈতিক দলের সদস্য হিসাবে সক্রিয়তা নিয়ে খবর পাওয়া যাচ্ছে। বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ শোভন-বৈশাখীকে দেখা যায় নবান্নে ঢুকতে। গুঞ্জন ওঠে মুখ্যমন্ত্রীর সাথেই বৈঠকের জন্য নবান্নে আগমন তাদের। অর্থাৎ ধারণা করা যায় পুরোনো দলে যোগ দিচ্ছেন এই রাজনৈতিক দম্পতি।

তৃণমূলে প্রথম সারির নেতা হিসাবেই পরিচিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতায় মেয়রের পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের অধিকারী ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাছের লোক’ এমনটাই বসানো হতো তার নামের পাশে। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়াতে ভয়ঙ্কর প্রভাব পড়ে তার রাজনৈতিক কর্মক্ষেত্রে। নতুন প্রেমের পাশাপাশি স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সাথে বিচ্ছেদ সব মিলে তালগোল পাকিয়ে যায় শোভন বাবুর জীবন। একটু একটু করে সরে সাথে থাকে রাজনীতি থেকে।

আরো পড়ুন: সমকামিতা ও পার্টি নিষিদ্ধ, বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হলে 7 বছর কারাদণ্ড!

আর সেই পরিস্থিতিতেই 2019 সালে তাকে টেনে নেয় গেরুয়া শিবির। তবে একা নন বান্ধবী বৈশাখীকে নিয়েই যোগ দেন নতুন দলে। কিন্তু খুব শীগ্রই মোহভঙ্গ হয় তার। প্রাপ্য অধিকার ও সন্মান দুটো তেই টান পরে। তাই 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন শোভন-বৈশাখী। সব হিসাব ঠিক মিলে খুব শীগ্রই শোভন-বৈশাখীর তৃণমূল যোগ দেওয়ার খবর আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *