কৃষক বিল প্রত্যাহারের দাবিতে পাঞ্জাব সরকার প্রধানমন্ত্রী দরবারে, কি সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী?

ডেস্ক: বিগত দশ মাস ধরে চলে আসছে কৃষক আন্দোলন। হচ্ছে না কোনো সুরাহা। এবারে কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে প্রধানমন্ত্রী দরবারে হাজির হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। গত বছর নভেম্বর মাস থেকে সক্রিয় থাকা কৃষি আন্দোলনের সমর্থন জানিয়ে অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে অনুরোধ করেন, কৃষকদের স্বার্থের কথা ভেবেই যেনো এই আইন প্রত্যাহার করে নেওয়া হয়।

অমরিন্দর সিং বুধবার রাতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে প্রধানমন্ত্রীর হতে দুটো চিঠি তুলে দেন। একটি চিঠিতে পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যজুড়ে কৃষকদের যে আন্দোলন চলছে, তার কারণ হলো কৃষি আইন। কেন্দ্র সরকার যেন দ্রুততার সাথে এই বিষয় বিবেচনা করে আইন প্রত্যাহার করে। এবং অন্য একটি চিঠিতে তিনি অনুরোধ করেন, বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ার তালিকায় যেন কৃষকদের অন্তর্ভুক্ত করা হয়।

পাঞ্জাব সরকারে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “দীর্ঘসময় ধরে চলা আন্দোলনের জেরে 400 র বেশি কৃষক প্রাণ হারিয়েছেন। সরকারের সঙ্গে কৃষকদের বিরোধিতার সুযোগ নিয়ে পাক সমর্থিত দেশবিরোধী শক্তিগুলিও শক্তিশালী হয়ে উঠতে পারে।”

প্রায় এক বছর ধরে চলা এই আন্দোলনের জেরে পাঞ্জাবের অর্থনীতিতেই কেবল নয়, একইসঙ্গে সমাজ ব্যবস্থা, রাজনৈতিক দলগুলির উপরও প্রভাব পড়ছে। তবে এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী জবাবে কি বলেছেন তা এখনো জানা যায়নি। তবে সম্প্রতিই কৃষকদের তরফে ফের একবার আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *