গ্রামে বেড়ে চলা সাপের উপদ্রবে ক্ষিপ্ত দুই যুবক চিবিয়ে খেল আস্ত সাপ

ডেস্ক: ছত্রিশগড়ের কোরবা গ্রামে বেশ অনেকদিন ধরেই বেড়েছে সাপের উপদ্রব। আতঙ্কে দিন কাটাচ্ছিলো গ্রামবাসীরা। নানা রকম চেষ্টা করছিল সাপের উপদ্রব থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু গোটা সাপকে আস্ত চিবিয়ে খাওয়ার চিন্তাভাবনা খুব স্বাভাবিকভাবেই মাথায় আনেননি কখনো কেউ। কিন্তু গত রবিবারের ঘটনা মাথায় হাত দিতে বাধ্য করে গ্রামবাসীদের।

গ্রামের দুই যুবক পড়া সাপ চিবিয়ে খেয়ে ফেলে। এই সাংঘাতিক ঘটনায় চমকে ওঠে গ্রামবাসী। জানা যায় দুই যুবকের নাম রাজু জাংড়ে ও হিতেন্দ্র আনন্দ। হঠাৎ ই তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। বাড়াবাড়ি হতে দেখে হাসপাতালে তাদের ভর্তি করেন স্থানীয়রা। খানিক সুস্থ হলে তাদের জিজ্ঞাসা করা হয় এমন কান্ড ঘটানোর কারণ, তারা উত্তরে জানায়, প্রথমত, আগেরদিন দুজনেই মদ্যপান করেছিলেন, এবং দ্বিতীয়ত, গ্রামে বেড়ে চলা সাপের উপদ্রবে বিরক্ত হয়ে উঠেছিল তারা। বারবার সাপে ছোবল মারার ঘটনাও ঘটেছিল গ্রামে। আর সেই রাগেই সাপ খেয়েছেন তারা। ঘটনাটি গত রবিবার রাতের।

আরও জানা যায়, ঘটনাটি ঘটার কিছু আগেই একটি সাপকে মেরে পুড়িয়ে ড্রেনে ফেলে দেয় স্থানীয়রা। কিন্তু সাপটি সম্পূর্ণ পোড়েনি। ড্রেনে আধপোড়া অবস্থায় ভাসছিল সাপটি। তারপরই সেই এলাকায় পৌঁছয় দুই যুবক। এবং মদ্যপ অবস্থায় চিবিয়ে খেতে থাকে সাপটিকে। তারপরই অসুস্থ হয়ে পড়ে তারা। শুরু হয় বমি, ধীরে ধীরে তাদের শরীর ঝিমিয়ে পড়তে থাকে। পরিস্থিতি গম্ভীর দেখে স্থানীয়রাই হাসপাতালে ভর্তি করে তাদের। তবে চিকিৎসার পর দুজনেই সুস্থ হয়ে ওঠে।

সূত্রে জানা যায়, যেই সাপটি তারা খেয়েছিল সেটি বেলিয়া ক্রেট প্রজাতির। যা অত্যন্ত বিষাক্ত সাপ। এর ছোবলে মাত্র 15 মিনিটে মৃত্যু হতে পারে।