একই দেশে থেকে একটি অতি প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের এতোটা ভেদাভেদ কেন?- প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল

পৌলমী দাস: গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বোচ্চ সংখ্যক COVID-19 এ আক্রান্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং করেন।

যেখানে করোনা কে নিয়ন্ত্রনে রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেটাই ছিল আলোচনার মূল বিষয়।

আলোচনা চলা কালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী র ওপর প্রশ্ন তুললেন “যেখানে ১লা মে থেকে দেশে COVID এর ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়ার কথা শুরু হয় সেখানে কিছু কিছু কোম্পানি কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল গুলিতে ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করে ১৫০ টাকা কিন্তু রাজ্য সরকার শাসিত অঞ্চল গুলিতে সেই একই ভ্যাকসিনের মূল্য নির্ধারিত হয় ৪০০ টাকা।
একই দেশে থেকে একটি অতি প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের এতোটা ভেদাভেদ কেনো?”

তিনি আরও জানান, দিল্লির হাসপাতাল গুলিতে অক্সিজেনের মাত্রা কমে এসেছে। অক্সিজেনের সরবরাহ দিল্লিতে হচ্ছে না। দিল্লি আসার আগেই সিলিন্ডারের গাড়ি গুলি থামিয়ে দেওয়া হচ্ছে। অক্সিজেন স্বল্পতায় করোনায় আক্রান্ত সাধারণ মানুষের যদি প্রাণহানি হয় তাহলে তার জন্য কেন্দ্র সরকার কি তার দায়ভার নেবে?

কেজরিওয়াল আর্জি জানান বেঙ্গল ও ওড়িশা থেকে অক্সিজেনের সরবরাহ শুরু করার।

প্রসঙ্গত বিষয়গুলির জবাবে প্রধানন্ত্রী বলেন কোনো রাজ্যের মূখ্যমন্ত্রী এমন ইন-হাউস মিটিং এর বিষ়বস্তু গুলি লাইভ টেলিকাস্টে বলে, নিয়ম লঙ্ঘন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *