নতুন কোরোনা স্ট্রেনের আবির্ভাব, দেশে প্রথম ডেল্টা প্লাসে প্রাণ হারালো এক মহিলা

ডেস্ক: বিভিন্ন রূপে বার বার ফিরে আসছে মারণ রোগ কোরোনা। দ্বিতীয় ঢেউয়ে যেখানে জরাজীর্ণ গোটা দেশ। সেখানে ডেল্টার পর এবার হাজির ডেল্টা প্লাস। ডবল মিউটেন্ট স্ট্রেন নিজেকে আরোও পরিবর্তন করে বেশি সংক্রামক হয়ে উঠেছে। যেখানে গোটা দেশের প্রথম এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক 59 বছর বয়সী মহিলার।

এছাড়া ডেল্টা প্লাস পাওয়া যায় মধ্যপ্রদেশের ও চার জনের শরীরে। এবং একথা স্বয়ং প্রকাশ্যে আনে মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারং।

যে মহিলাদের প্লাস এর শিকার ছিলেন তিনি কোরোনা আক্রান্ত হয়েছিলেন গত 17 ই মে। পরবর্তীকালে তার নমুনা জিনোম সিকোয়েন্সিং করে জানা যায় তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত। এবং 23 শে মে মারা যান তিনি। এর আগেও ভূপালের এক মহিলা কোরোনার এই ভারিয়েনন্টে আক্রান্ত হয়েছিলেন তবে কোরোনার দুট ডোজ নেওয়ার কারণে প্রাণে বেঁচে যান মহিলা। কিন্তু যেই মহিলা প্রাণে মারা যান তার টিকার কোনো ডোজ ই নেওয়া ছিল না।

বর্তমানে ভারতে এখন অব্দি 40 জন কোরোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খোঁজ মিলেছে।