ভোটের কাজে আসা আধা সেনা অমিত শাহের নির্দেশে কাজ করছে : মমতা বন্দ্যোপাধ্যায়

ডেস্ক. ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরাজ্যে ভোটের কাজে আসা আধা সেনা অমিত শাহের নির্দেশে কাজ করছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো। শাহের নির্দেশে বাংলার ভোট প্রভাবিত করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনও অভিযোগ তুলেছেন তৃণমূলনেত্রী।

ইতিমধ্যেই চিন পর্বের নির্বাচন শেষ রাজ্যে। চতুর্থ দফায় আগামিকাল ১০ এপ্রিল রাজ্য়ের ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। চতুর্থ দফার ভোটের আগে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো। এবারের ভোটে রাজ্যজুড়ে বিপুল সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পুরোপুরি কেন্দ্রের জওয়ানদের নজরদারিতেই বাংলায় বিধানসভা বোট হচ্ছে। রাজ্য পুলিশকে বুথের কাছাকাছি পৌঁছোতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল। গত তিন দফার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধা সেনা ছড়াছড়ি ছিল। তবুও অশান্তি এড়ানো যায়নি। রাজনৈতিক সংঘর্ষ, বাড়ি-গাড়ি ভাঙচুর, প্রার্থীকে মারধর থেকে শুরু করে খুনের অভিযোগও উঠেছে।

এবারের পশ্চিমবঙ্গের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাটা নির্বাচন কমিশনের ছিল একটা মস্ত চ্যালেঞ্জ। যদিও ব্যবস্থা পাকা করলেও তার কার্যকারিতায় খামতি দেখা গিয়েছে গত তিন পর্বের ভোটে। হিংসা, সন্ত্রাস এড়ানো যায়নি। তবে মোটের উপর ভোট নিয়ে শাসকদল তৃণমূল ছাড়া বিরোধীদের তেমন বলিষ্ঠ অভিযোগ নেই। গত বেশ কয়েকটি নির্বাচনে বুথে-বুথে এজেন্টই দিতে পারেন বিরোধী দলগুলি। গত তিন পর্বের নির্বাচনে অবশ্য এব্যাপারে বড়সড় কোনও অভিযোগ করেনি বিরোধী রাজনৈতিক দলগুলি। দু-এক জায়গায় এমন অভিযোগ উঠলেও সার্বিকভাবে মোটের উপর তিন পর্বের ভোটে স্বস্তিতে বিরোধীরা।

তবে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একাংশের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বাংলার ভোট আধাসেনা প্রভাবিত করছেন বলে এদিন পূর্ব বর্ধমানের জামালপুরের সভায় অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘অমিত শাহের নির্দেশে চলছে আধা সেনা। একাংশের আধা সেনা ভোট প্রভাবিত করছেন। মানুষ ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন। প্রতিরোধ গড়ে তুলুন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *