উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৪টি ইভিএম, ভোট লুঠের পরিকল্পনার অভিযোগ

ভোটের আগের রাতে উলুবেড়িয়া উত্তরে স্থানীয় এক তৃণমূল (trinamool congress) নেতা গৌতম ঘোষেরর বাড়িতে ইভিএম (evm) পৌঁছে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়েই তাঁরা বাড়ি ঘেরাও করে রাখেন। খবর পেয়েই এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। যদিও এই ঘটনায় নিজেদের যোগাযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। পরে সেক্টর অফিসারকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন।

তৃতীয় দফার ভোটের আগের দিন রাত হতেই উলুবেড়িয়ার তুলসিবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে এসে ঢোকে চারটি ইভিএম এবং ভিভিপ্যাটের সেট। নির্দিষ্ট কেন্দ্রে বুথের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেগুলো বুথে না নিয়ে গিয়ে তৃণমূল নেতার বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

তৃণমূল নেতার বাড়িতে গাড়ি এবং কিছু হচ্ছে আঁচ করতে পেরে উঁকু-ঝুঁকি মারতে থাকেন অনেকেই। ওই সময় অকজনের নজরে পড়ে যায় একাধিক ইভিএম। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন বাড়ি ঘেরাও করে রাখেন। খবর পেয়েই এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। যান সেক্টর অফিসার এবং বিডিও। তাঁদেরকে ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের পরিকল্পনার অভিযোগ তোলেন তাঁরা। তবে সেখান থেকে ভিড় সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ গ্রামবাসীদের।

যদিও এই ঘটনার সঙ্গে তাদের কেউ যুক্ত নন বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থীও।

ভোটের লড়াইয়ে গতবারের মতো এবারও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে প্রার্থী তৃণমূলের নির্মল মাঝি। বিজেপির তরফে প্রার্থী চিরণ বেরা। অন্যদিকে সেকুলার ফ্রন্টের তরফে প্রার্থী সিপিএম-এর অশোক দলুই।

উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রটি হাওড়ার আমতা-১ নম্বর ব্লকের অন্তর্গত। এই কেন্দ্রের অধীন গ্রাম পঞ্চায়েতগুলি হল বাণিবন, বাসুদেবপুর, জোয়ারগড়ি, তেহট্ট কাঁটাবেড়িয়া ১ এবং তুলসিবেড়িয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *