জানেন কি বিজেপির এই তারকা প্রার্থী কত টাকার মালিক

স্টাফ রিপোর্টার, সোনারপুর: একুশের নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন অভিনেত্রী অঞ্জনা বসু। মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে নিয়ম মেনে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেছেন অঞ্জনা।

নির্বাচন কমিশনের কাছে হলফনামায় অঞ্জনা জানিয়েছেন ২০১৯-২০ আর্থিক বছরে তাঁর উপার্জন ছিল ১৭ লক্ষ ১০ হাজার টাকা। তার আগের আর্থিক বছরে এই উপার্জনের অঙ্ক ছিল ১৬ লক্ষ ১৮ হাজার ১৩৬ টাকা। অঞ্জনা হলফনামায় তাঁর স্বামীর উপার্জনের অঙ্কও জানিয়েছেন। অঞ্জনার স্বামী সুমন্ত্র বসুর ২০১৮-১৯ অর্থবর্ষে উপার্জন ছিল ২০ লক্ষ ৮২ হাজার ৬৮৪ টাকা। ২০১৯-২০ আর্থিক বছরে উপার্জনের পরিমাণ ২১ লক্ষ ৬০ হাজার ২৫২ টাকা। সুমন্ত্র-অঞ্জনার একমাত্র ছেলে অরিত্রর বয়স ২০ বছর। তিনি অবশ্য এখনও বাবা-মায়ের উপরই নির্ভরশীল।

অ়ঞ্জনা জানিয়েছেন, বর্তমানে তাঁর হাতে নগদ ৫০ হাজার টাকা আছে বলে তিনি জানিয়েছেন। তাঁর স্বামীর হাতে আছে ৬০ হাজার টাকা। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অঞ্জনার নামে গচ্ছিত আছে যথাক্রমে ২৫ লক্ষ ৮০ হাজার ১৬২ টাকা, ৭ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৭২ হাজার ২০৬ টাকা। তাঁর স্বামীর নামে ব্যাঙ্কে আছে ৬০ হাজার টাকা। বিমার ক্ষেত্রে অভিনেত্রী-রাজনীতিক বিনিয়োগ করেছেন ২৩ লক্ষ ৯০ হাজার ৩৯১ টাকা।

যাদবপুরের জুবিলি পার্কে যে ফ্ল্যাটে অঞ্জনা থাকেন, তাঁর মালিকানা যুগ্ম ভাবে রয়েছে তাঁর এবং স্বামী সুমন্ত্রর নামে। এ ছাড়াও তাঁদের একটি ফ্ল্যাট আছে যাদবপুরের রসা রোডে। পাশাপাশি অঞ্জনার আরও একটি বাড়ি আছে শান্তিনিকেতনে। অঞ্জনার নামে তিনটি গাড়ি রয়েছে। মাহিন্দ্রা এসইউভি ৫০০, মারুতি অল্টো এবং হুন্ডাই আই ২০। তাঁর স্বামীর নামে একটি হুন্ডাই গ্র্যান্ড আই টেন ছাড়াও আছে হিরো হন্ডার মোটরবাইক। এছাড়া, অঞ্জনার কাছে থাকা ১২০ গ্রাম সোনার গয়নার বাজারমূল্য ৫ লক্ষ ৮১ হাজার ২২২ টাকা। তাঁর স্বামীর নামে গচ্ছিত ১০ গ্রাম সোনার গয়নার মূল্য ৫০ হাজার টাকা।

প্রসঙ্গত, অনেকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অ়ঞ্জনা৷ এবার তাঁকে প্রার্থী করেছে দল৷ স্থানীয় নেতার বদলে অঞ্জনা বসুকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও  গোষ্ঠীদ্বন্দ নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাইছেন না গেরুয়া শিবিরের প্রার্থী অঞ্জনা বসু। জয়ের ব্যাপারে বেশ আশাবাদীও তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *