‘জয়া বচ্চনের সঙ্গে বাংলার কী সম্পর্ক?’প্রশ্ন দিলীপের

বাংলায় ভোট প্রচারে আসছেন জয়া বচ্চন। তাঁকে ‘ঘরের মেয়ে’ বলে সম্বোধন করেছে তৃণমূল। কিন্তু জয়ার সঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই, দাবি দিলীপের। কী বললেন দিলীপ ঘোষ, জেনে নিন…

এই সময ডিজিটাল ডেস্ক: জয়ার সঙ্গে বাংলার সম্পর্ক মানতে অস্বীকার করলেন দিলীপ ঘোষ। বাংলায় বিন্দুমাত্র প্রভাব ফেলবে না ‘জয়া ফ্যাক্টর’, দাবি রাজ্য BJP সভাপতির।
মিঠুন চক্রবর্তীর পালটা জয়া বচ্চনকে প্রচার ময়দানে নামিয়ে রাজনীতিতে বড় চমক দিতে চাইছে তৃণমূল। সোমবার থেকেই রাজ্যে একের পর এক রাজনৈতিক সভা করবেন জয়া বচ্চন। ‘বাংলার মেয়ে বাংলার ভোট প্রচারে ঘরে ফিরছে’, মূলত এই ভাবমূর্তিকে সামনে রেখেই ভোট ময়দানে ঝাঁপাতে চাইছে তৃণমূল। কিন্তু জয়া বচ্চনের সঙ্গে আদৌ বাংলার কোন সম্পর্ক রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। ‘এই সময় ডিজিটাল’- কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,’জয়া বচ্চনের সঙ্গে বাংলার কী সম্পর্ক!

উনি বাংলার মানুষের জন্য কী করেছেন! উনি বাংলাতে আসেননি, থাকেননি।’ পাশাপাশি মিঠুন চক্রবর্তী প্রসঙ্গ টেনে দিলীপ বলেন,’ মিঠুন চক্রবর্তী বাংলার ছেলে। বাংলায় কাজ করেছেন। বাংলার মানুষ তাঁকে ভালোবাসে। তাঁর জনসভায় মানুষের যে উচ্ছ্বাস তাতেই বোঝা যায় তাঁকে কতটা আপন ভাবেন সাধারণ মানুষ।’ কিন্তু জয়া বচ্চনের সঙ্গে আদৌও বাংলার কোন সম্পর্ক রয়েছে তা মানতে নারাজ দিলীপ ঘোষ। এমনকী, রাজ্য ভোট প্রচার আদতে কোনো প্রভাব ফেলতে পারবেন না জয়া, দাবি তাঁর!

প্রসঙ্গত, দীর্ঘদিন কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা হলেও জয়া বচ্চন আদপে বাংলার মেয়ে। সত্যজিৎ রায়ের ‘মহানগর’ সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন ‘ধন্যি মেয়ে’। রবিবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়, ভোট প্রচারে রাজ্যে আসতে চলেছেন তিনি। রাজ্যের তৃণমূলের হয়ে চারটি বড় রোড শো করবেন জয়া বচ্চন। টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করতে দেখা যেতে পারে তাঁকে। কিন্তু জয়া বচ্চন তৃণমূলকে সমর্থন করলেও মিঠুন চক্রবর্তীর মতো ‘ঘরের ছেলে’ হয়ে উঠতে পারবেনা, স্পষ্ট দাবি দিলীপ ঘোষের। এখন দেখার প্রচার ময়দানে দিলীপ ঘোষের এই বক্তব্যের জবাব কিভাবে দেবেন জয়া বচ্চন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *