ফের মমতার নিশানায় কেন্দ্রীয় বাহিনী, ভোটগ্রহণ শুরু হতেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো

সকালেই বাংলার মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিন যত গড়িয়েছে, ততই ভোটদানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-তৃণমূল উভয় পক্ষেই। একদিকে বিজেপি যেমন আঙুল তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। তেমন ভাবেই বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে তৃণমূলের আঙুল উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

এদিন এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় দাঁড করিয়ে লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনীর নির্মম অপব্যবহার অব্যাহত রয়েছে। আমরা বারবার এই সমস্যা উত্থাপন করা সত্ত্বেও, নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। টিএমসি ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ইউনিফর্মের অপব্যবহার করা হচ্ছে।’

এর আগে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছিলেন, ‘বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন – নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।’ এদিকে বিভিন্ন অভিযোগের মাঝেও তৃণমূলের তরফে দাবি, প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই৷

বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর৷ এদিন সকাল ৯টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন৷

বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর৷ এদিন সকাল ৯টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *