মমতা ‘‌আহত’ ঘটনায় সিবিআই তদন্ত জরুরি কিনা, আজ সুপ্রিম কোর্টে শুনানি

ডেস্ক. নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর ‘‌আহত’ ঘটনায় সিবিআই তদন্ত জরুরি কিনা, তা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি। এদিন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। নন্দীগ্রামের গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের তিন আইনজীবী। শনিবারও এই আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
গত ১০ মার্চ মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেদিনই ওই ঘটনা ঘটে। পায়ে ‘‌গুরুতর’‌ চোট পান তিনি। ঘটনার পর ‘‌ষড়যন্ত্র’–এর অভিযোগ তুলেছিলেন মমতা। সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, ৪–৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ধাক্কা মেরেছিলেন। তার পরই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। সেদিন যা ঘটেছে, তা নিছক ‘‌দুর্ঘটনা’ নাকি ‘‌ষড়যন্ত্র’, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার পরই সিবিআই তদন্তের আবেদন জমা পড়ে আদালতে।
আবেদনকারীদের বক্তব্য, কোনও প্রশাসনিক প্রধান যখন এই ধরনের অভিযোগ করেন, তখন তার উচ্চ পর্যায়ের তদন্ত জরুরি। স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যেও জরুরি। সঠিক পদ্ধতিতে তদন্ত হলে সাধারণ ভোটারদেরও মত তৈরিতে সুবিধে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *