সাঁকরাইলে শতাধিক রাস্তাঘাটের অবস্থা বেহাল, পানীয় জলের জন্য লড়াই করতে হয়ে, বিজেপি এলে হাল শুধরাবে : প্রভাকর পণ্ডিত

ডেস্ক. সাঁকরাইল বিধানসভা কেন্দ্র দশই এপ্রিল ভোটগ্রহণ করা হবে। প্রচারের শেষ দিন বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত বললেন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে আমার মতো একজন সাধারণ কর্মীকে প্রার্থী করেছে। আমি এই অঞ্চলে জন্মগ্রহণ করেছি। আমি সিপিএমের পুরো শাসন দেখেছি। আমি 10 বছরের পরিবর্তনও দেখেছি।
সাঁকরাইলের মানুষ 2011 সালে তৃণমূল কংগ্রেস কে জিতিয়ে এই পশ্চিমবঙ্গে এনেছিল পরিবর্তনের আসা নিয়ে।
জনগণের আশা ছিল উন্নয়ন হবে, কিন্তু বর্তমান তৃণমূল কংগ্রেসের শাসনকালে সাঁকরাইলে কেবল গুন্ডামি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতি প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোনও উন্নয়নের দেখা পাওয়া যায়নি।
অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার 74 বছর পরেও, সাঁকরাইলের মানুষদের পানীয় জলের জন্য লড়াই করতে হয়ে। এখানকার শতাধিক রাস্তাঘাটের অবস্থা বেহাল। যেখানে সেখানে রাস্তা ভেঙে গেছে। স্বাধীনতার এত বছর পরেও জনগণের প্রতিনিধি হয়ে থাকা নেতারা কেবল মানুষকে ঠকিয়ে এসেছে।

না রয়েছে ভালো কলেজ, না কোনও সঠিক সরকারী হাসপাতাল

আপনি জেনে অবাক হবেন যে, পুরো সাঁকরাইল বিধানসভায়, যেখানে তিন লক্ষেরও বেশি লোক বাস করেন, সেখানে কোনও কলেজ নেই, না কোনও সঠিক সরকারী হাসপাতাল রয়েছে। এখানে কোন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য কোনও আইটিআই ইনস্টিটিউটও নেই। খেলাধুলার জন্য কোনও স্টেডিয়াম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *