শুরু হলো বিশ্বের দীর্ঘতম জলপথে গঙ্গাবিলাসযাত্রা

ডেস্ক : আজ থেকে শুরু হলো ৫১ দিনের গঙ্গাবিলাস যাত্রা। বাংলাদেশ হয়ে পৌঁছাবে অসমের ডিব্রুগড়ে ৩২০০ কিলোমিটার পাড়ি দিয়ে। সকাল ১০ টায় ভার্চুয়ালি এম ভি গঙ্গাবিলাসের উদ্ভোদন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় জলপথ ,বন্দর ও জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক জানিয়েছেন, ভেসেলটি ৬২ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া, আছে ৩টি ডেক এবং ১৮টি সুইট। এতে ৩৬ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। শরীর চর্চার জন্যে রয়েছে জিম। আরও জানিয়েছেন , ভেসেলটি দূষণমুক্ত এবং নয়েস কন্ট্রোল টেকনোলজি রয়েছে।

বারাণসী থেকে শুরু হবে এই যাত্রা। দুই দেশের মধ্যে ২৭টি নদী অতিক্রম করবে। সারনাথের বৌদ্ধ ক্ষেত্র, বারাণসীর গঙ্গা আরতি সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শন করবে। বিহার স্কুল অফ যোগ এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়েও যাবেন। সুন্দরবনের পাশাপাশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পাশ দিয়েও যাবে। মহাবোধি মন্দির, হাজারদুয়ারি প্রাসাদ , কাটরা মসজিদ , বোধগয়া , চন্দননগর গির্জা এবং আরো অনেক ধর্মীয় এবং সাংস্কৃতিক স্থানে দাঁড়াবে। ঐতিহাসিক স্থানও দর্শন করাবে পর্যটকদের। ৫০ টি পর্যটনকেন্দ্র ঘুরিয়ে দেখানো হবে। দেখা মিলবে দক্ষিনেশ্বর , বেলুড় মঠ ও হাওড়া ব্রিজেও।

কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন , এই ত্রুস ভারতের পর্যটনের একটি নতুন দিক খুলে দিয়েছে। দেশের নদীপথ গুলি উন্নতি করে সেখানে পর্যটন কেন্দ্র উন্নতি করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এরফলে একদিকে যেমন পর্যটনের বিকাশ হবে তেমন অনেকেরই কাজের এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *