কোর্টে হাজরি দিলো লাড্ডু গোপাল

ডেস্ক: শ্রী কৃষ্ণের জন্মস্থান শাহী ইদগাহ মামলায় ভগবান লাড্ডু গোপাল কে মঙ্গলবার মথুরা আদালতে হাজির করা হয়েছিল। 23 জানুয়ারী অনুষ্ঠিত শুনানির সময়, আদালত প্রভু কেশব দেবকে অনুপস্থিত হিসাবে বিবেচনা করেছিল, যাকে মামলার 6 নম্বর বাদী করা হয়েছিল। হাজির না হওয়ার পরিবর্তে আদালতে দায়ের করা মামলায় অন্য মামলাকারীরা ঈশ্বরের মূর্তি নিয়ে আদালতে পৌঁছেছিলেন।

মঙ্গলবার, মথুরার সিভিল জজ সিনিয়র ডিভিশনের আদালতে 12/2023 নম্বর মামলার শুনানি ছিল। এ মামলায় বাদী রয়েছেন ৬ জন। যেটিতে ভগবান কেশব দেবকে ও ষষ্ঠ বাদী হিসেবে বাদী করা হয়।

একই মামলায় শুনানি চলাকালে মঙ্গলবার অন্য আইনজীবী ভগবানের মূর্তি নিয়ে আদালতে পৌঁছান এবং ভগবান আদালতে হাজির হন। আদালত ভগবানের উপস্থিতি গ্রহণ করে পরবর্তী তারিখে তাকে না আনার নির্দেশ দেন।

এ ক্ষেত্রে আদালত আগামী তারিখে ঈশ্বরকে না আনার নির্দেশ দেওয়ার পর এখন অন্য মামলাকারীরা ঈশ্বরের বন্ধু হিসেবে হাজির হবেন। আপনাদের বলে রাখি, 12/2023 নম্বর মামলায় ঈশ্বরসহ ৬ জনকে বাদী করা হয়েছে।

শ্রী কৃষ্ণ জন্মভূমি নির্মাণ ট্রাস্ট, রাষ্ট্রীয় ব্রাহ্মণ যুবজন সভা, বিজনোরের বাসিন্দা অনিল কুমার পান্ডে, মহামণ্ডলেশ্বর ধর্মেন্দ্র গিরি, সত্যম শর্মা এবং ঠাকুর কেশব দেব জি মহারাজ সহ 12/2023 নম্বর মামলায় 6 জন বাদী রয়েছেন।

মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমি নিয়ে বিরোধ বহু পুরনো। মথুরার এই বিরোধ মোট 13.37 একর জমির মালিকানার সাথে সম্পর্কিত। উল্লেখযোগ্যভাবে, শ্রী কৃষ্ণ জন্মস্থানের 10.9 একর জমির মালিকানা রয়েছে এবং শাহী ইদগাহ মসজিদের আড়াই একর জমির মালিকানা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *