কেন পালিত হয় ওয়ার্ল্ড থিঙ্কিং ডে ?

ডেস্ক: ২২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিকিং ডে। বিশ্বজুড়ে উদযাপিত হয় এই বিশেষ দিন। কিন্তু কেন? কিশোরী ও তরুণী, অল্প কথায় অল্পবয়সি মেয়েদের অধিকার নিয়ে কথা আলোচনা ও প্রচার বাড়াতেই এই দিন।

দুঃস্থ অথচ যোগ্য মেয়েদের জন্য আর্থিক অনুদান জোগাড়ের দিকেও জোর দেওয়ার জন্য ভাবনাচিন্তা হয় এই দিনে।

দিনটির একটি সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। সালটা ১৯২৬। চতুর্থ গার্ল স্কাউট কনফারেন্সে ঠিক হয়, মহিলা গাইড এবং স্কাউটদের নিয়ে বিশ্বব্যাপী প্রচারের জন্য একটি দিন বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে।

১৯৯৯ সালে, ডাবলিনে, ৩০তম বিশ্ব কনফারেন্সে ওই দিনটিরই নামকরণ হয় ওয়ার্ল্ড থিকিং ডে।

দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল ২২ ফেব্রুয়ারিকে। আসলে দিনটি বয় স্কাউট মুভমেন্টের প্রাণপুরুষ লর্ড ব্যাডেন-পাওয়েল এবং তাঁর স্ত্রীর জন্মদিন।

তার পর থেকে গোটা বিশ্বে ২২ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিকিং ডে হিসেবে পরিচিত ও উদযাপিত হয়।

প্রত্যেক বছর উদযাপনের থিম বদলে যেতে গেলেও সাধারণত নারী অধিকার ও লিঙ্গসাম্যের কথাই তুলে ধরা হয় এই দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *