মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী

ডেস্ক: মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে বেশ কিছু দিন ধরেই গোটা দেশের রাজনৈতীক মহলে চলছে জল্পনা। কে থাকতে চলেছে এবং কে হারাতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ সেই নিয়েই চিন্তার বাতাবরণ ক্যাবিনেটের অন্দরে। 2019 এর লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর সিংহাসন দখল করেন নরেন্দ্র মোদী।

এবং সে সময়ে মোদীর ক্যাবিনেটে জায়গা পেয়েছিল বাংলা থেকে বিজেপির দুই সাংসদ। দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় দুজনেই প্রতিমন্ত্রী। কিন্তু মন্ত্রিত্ব পদ থেকে বাদ হতে পারেন দেবশ্রী চৌধুরী এই নিয়েই চলছে জোর জল্পনা চল ছিল। কিন্তু দেবশ্রীর সাথে নাম জোরালো বাবুল সুপ্রিয়র ও। মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাংলার দুই সাংসদ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।

এছাড়া পদত্যাগ করছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তার শারীরিক অসুস্থতার কারণেই সেই পদ থেকেই সরতে পারেন তিনি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাওরচাঁদ গহলোটকে কর্নাটকের রাজ্যপাল এর পদে নিয়োগ করেছে কেন্দ্র। বর্তমানে মোদীর মন্ত্রিসভায় রয়েছেন 53 জন মন্ত্রী। সর্বোচ্চ 81 জন কে মন্ত্রিত্ব দিতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ 28 জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে ক্যাবিনেটে।

সূত্রে জানা যায় একাধিক মন্ত্রীর মন্ত্রক বদলাতে পারে। সবমিলিয়ে এদের শপথ নেবেন 43 জন। দেবে কার ভাগ্যে মন্ত্রিত্ব জুটবে এবং কাকে হারাতে হবে সেই পথ তা বিস্তারিত জানা যাবে সন্ধে 6টায়। তবে মন্ত্রিত্ব পেতে ইতিমধ্যে দিল্লি দরবারে হাজির হয়েছেন রাজ্যের একাধিক সাংসদ নেতারা। তাদের মধ্যে রয়েছে নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় শান্তনু ঠাকুর, সুরিন্দর সিং আলুহালিয়া, জগন্নাথ সরকার ও দীনেশ ত্রিবেদী। এরমধ্যে নিশীথ প্রামানিক ও শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *