বঙ্গ বিজেপির বিক্ষোভ মিছিল কলকাতার সড়কে, হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন

ডেস্ক: রাজ্যে চলা ভুয়ো টিকাকান্ডের মামলা এতটাই তুঙ্গে যে প্রতিটা ক্ষেত্রে একটা নতুন বিষয় সামনে আসছে। কে দোষী, কাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এই নিয়ে বিতর্ক দিন দিন দানা বাঁধছে।

এই ভুয়ো ভ্যাকসিনেশন স্ক্যামে যেহেতু একধিক রাজ্য শাসকদলের একাধিক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়ে পড়েছে তাই নিয়ে জলঘোলা শুরু করে দিয়েছে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি। তাদের কাছে একটা ধারালো অস্ত্র হয়ে দাড়িয়েছে ভুয়ো টিকাকান্ড।

আর তারই প্রতিবাদে সোমবার পথে নামলো বঙ্গ বিজেপি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে মিছিলটি কলকাতা পুরসভায় পৌঁছে সমাপ্ত হবে। এই অভিযানে নেই পুলিশি সম্মতি। রবিবারেই লালবাজার এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে , অতিমারি আইনে এই মিছিল করা যাবে না। কিন্তু এর পাল্টা জবাবে দিলীপ ঘোষ ও জানিয়ে দেন, “অভিযান হবেই। তার দাবি আন্দোলনে পুলিশের অনুমতির দরকার নেই। তাই পুলিশ বাড়াবাড়ি করলে ভুগতে হবে।”

অন্যদিকে রাহুল সিনা জানান, “আমরা কোনও বিক্ষোভের পক্ষে ছিলাম না। করোনাকালে মানুষের গায়ে বিষ ঢুকিয়ে দিলে তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠাতেই হবে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। কিন্তু পুলিশ ভয় পাচ্ছে। একটা সিবিআই তদন্ত চাই।”

মিছিল চলাকালীনই দিলীপ ঘোষ বলেন, “আমরা ভেবেছিলাম সরকারকে কাজ করতে দেব। আমরাও তো বিরোধী হিসাবে শক্তিশালী। কিন্তু সরকার যেভাবে জনবিরোধী কাজ করছে তা মানা যায় না। ভ্যাকসিন লুট করছে। ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। রাজ্যজুড়ে হিংসা করছে। আমরা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি। পুলিশ এখন সরকার ও পার্টি চালাচ্ছে। আমরা আজ বিধায়ক সাংসদ সকলে পথে নেমেছি।”

মিছিলের জন্য সুবোধ মল্লিক স্কয়ারে জমা করেন বিজেপি কর্মীরা, সেখান থেকে নির্মলচন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড় হয়ে রফি আহমেদ কিদওয়াই রোড হয়ে এস এন ব্যানার্জি রোড যাবে মিছিল। এস এন ব্যানার্জি রোড ধরেই পৌঁছাবে নিজেদের গন্তব্য কলকাতা পুরসভায়।

এই নিচু মোকাবিলা দায়িত্বে রয়েছেন তিনজন জয়েন্ট সিপি, দুই অ্যাডিশনাল সিপি ও দশজন ডিসি। বিশৃংখলা রুখতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান। মিছিলের ভিডিওগ্রাফি করবে লালবাজার। রানী রাসমণি স্কোয়ার, হগ স্ট্রীটে চলবে ভিডিওগ্রাফি। মিছিল ঠেকাতে থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল। নবান্ন রাজভবন উড়াইছে থাকবে বিশেষ নজরদারি। পুরসভার গেটে অতিরিক্ত পুলিশ ফোর্স, মহিলা পুলিশ ও মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *