দেশ জুড়ে দশ কোটি কৃষকরা পেতে চলেছে কিসান সন্মান নিধির নবম কিস্তি, সুযোগ পাচ্ছেন বাংলার কৃষকও

ডেস্ক: দেশের কৃষকরা পেতে চলছে কৃষক নিধি যোজনার নবম কিস্তির টাকা। দ্বিতীয় কিস্তির টাকা পাবে বাংলার কৃষকরাও সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখবেন বক্তব্য। কথা বলবেন কৃষকদের সাথে।

ঠিক হয় দেশের প্রায় 10 কোটি কৃষকদের জন্য 19 হাজার 500 কোটি টাকা খরচ করবে কেন্দ্র। রয়েছে বাংলা থেকে 24 লক্ষের অধিক কৃষক ও। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্ট মাসের কিসান সম্মান নিধির কিস্তির টাকা প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন।

প্রধানমন্ত্রী দফতর সুত্রে একটি বিবৃতি প্রকাশ হয়, “দেশের 9.75 কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে 19 হাজার 500 কোটির ও বেশি অর্থ ট্রান্সফার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সাথে কথা ও বলবেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য ও রাখবেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, পি এম কিসান যোজনা প্রকল্পে প্রতি তিনমাস অন্তরই আবেদনকারী কৃষকদের দুই হাজার টাকা করে পাঠানো হয় কেন্দ্রের তরফে। ইতিমধ্যে মোট 1.38 লক্ষ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্র।

এর আগেও গত 14ই মে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির অষ্টম কিস্তির টাকা দিয়েছিলেন। এবং বাংলার কৃষকরা পান প্রকল্পের প্রথম দফার টাকা। এক সূত্রে জানা যায় বাংলার কৃষকদের জমা দেওয়া আবেদনের মধ্যে 24 লক্ষ 31 হাজার 884 টি অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য গ্রহণ করা হয়েছে এবং বাদ পড়েছে 9 লক্ষ 87 হাজার 861 জন কৃষকের নাম। যার কারণে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *