কেঁপে উঠল ভূস্বর্গ

ডেস্ক: তুরস্কের পর ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ। National Centre for Seismology জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে এই কম্পনের উৎসস্থল।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে । ভোর ৫টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে ১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। অনুযায়ী, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩ । তার ঠিক আগে গুজরাতের সুরাট ও অসমে ভূকম্পন হয়। অসমের নওগাঁওতে ৪.০ মাত্রার ভূমিকম্পের একদিন পরেই কম্পন অনুভূত হয়েছে। তার একদিন আগে গুজরাটের সুরাট জেলায় ৩.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল।

গত মাসের মাঝামাঝি সময়ে, ভূমিধসের জেরে যখন পর্যুদস্ত জোশীমঠে, তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে পাশের জেলা উত্তরকাশী। রাত ২.১২ নাগাদ উত্তরকাশীতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। উৎসস্থল জোশীমঠ থেকে ২৫০ কিলোমিটার দূরে। তবে, কম্পনের মাত্রা তীব্র না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে ভারতে বিভিন্ন জায়গায় পরপর কম্পন ভয় ধরাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *