শিল্প ব্যবস্থার অভাব, বেকারত্বের বৃদ্ধি পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকার প্রধান কারণ: শুভেন্দু অধিকারী

ডেস্ক: গতকাল বালিগঞ্জ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী লোকনাথ চ্যাটার্জীর সমর্থনে প্রচার সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এইবার ২০০ পার এমনই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনের মধ্যে ২০০ র অধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের আশায় বিজেপি সরকার।

শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুসারে ২০১১ সালে যেখানে ২টাকা ৭৫ পয়সা/ইউনিট ইলেকট্রিক এর জন্য বরাদ্দ ছিল সেখানে বিগত ১০ বছরে বৃদ্ধি হয়ে কমার্শিয়ালে ১৪ টাকা আর ডোমেস্টিকে ৯ টাকা/ইউনিট ইলেকট্রিকের জন্য বরাদ্দ করা হয়েছে।

পেট্রোলে ৩৭/লিটার মুখ্যমন্ত্রী নিজের আওতায় নেয়। 8লক্ষ কোটি টাকার ওপরে হিসাব তৃণমূল সরকার দিতে সক্ষম হয়নি।

গত ৩৫ বছর অকেজো বাম সরকার ও ১০ বছরের তৃণমূল সরকারের অরাজকতা পশ্চিমবঙ্গকে পিছিয়েছে রাখছে। শিল্প ব্যবস্থার অভাব, বেকারত্বের বৃদ্ধি পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকার প্রধান কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *