পদত্যাগ করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, নিজের পদ বাঁচাতে কি মুখ্যমন্ত্রী অধিকার করবেন এই আসন

ডেস্ক: সম্প্রীতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী ও অন্যতম তৃণমূল কংগ্রেসের সিনিয়ার নেতা শোভন দেব চট্টোপাধ্যায় শুক্রবার নিজের বিধায়কের পদ থেকে পদত্যাগ করলেন।

ধারণা করা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন বাঁচাতে আগামী ৬ মাসের মধ্যে ভবানীপুর বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়াবেন।

২০১১ সালে উপনির্বাচনে মমতা ব্যানার্জি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জয়ী হয়েছিলেন। ২০১৬ পর্যন্ত তিনি ভবানীপুরের বিধায়ক পদে নিয়োজিত ছিলেন। এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রাক্তন নেতা ও বিজেপি বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। সেখানে স্বল্প ব্যবধানে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পদ বাঁচাতে হলে শপথ গ্রহণের পর আগামী ৬ মাসের মধ্যে যেকোনো বিধানসভা থেকে তাকে ফের একবার নির্বাচনে দাঁড়াতে হবে।

ভারতের সংবিধানের ধারা ১৬৪(৪) অনুযায়ী যদি আগামী ৬ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিধানসভা কেন্দ্রে জয়ী না হন। সেক্ষেত্রে তাকে নিজের পদটি হারাতে হবে। তবে এর অন্য একটি বিকল্প হল বিধান পরিষদ এবং উচ্চকক্ষের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করা।

শোভন দেব চট্টোপাধ্যায় পদত্যাগের পর তার আসন বর্তমানে শূন্য। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে বিধানসভা কেন্দ্রে কিভাবে এবং কখন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *