নির্দিষ্ট সময়ের আগেই ইতি হবে বাদল অধিবেশন, অধিবেশনের শুরুতেই কেঁদে ফেললেন বেঙ্কাইয়া নাইডু

ডেস্ক: বাদল অধিবেশনের শুরু থেকেই বরাবর বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়েছে রাজ্যসভা ও লোকসভা উভয়ই। এর আগে বিরোধীদের শান্তভাবে অধিবেশনের কার্যক্রম চালানোর বার্তা দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু সেই কথায় কর্ণপাত না করে হই হট্টগোল চালাতে থাকে বিরোধীরা। এবং সেই আচরনেই কষ্ট পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। অধিবেশনের শুরুতেই বিরোধীদের আচরন প্রসঙ্গে কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে তার। তিনি জানান, গতকাল বিরোধীরা কেউ টেবিলের উপর বসে, কেউ দাঁড়িয়ে আচরণ করেছেন তাতে তিনি ব্যাথিত। তিনি বলেন “আমি গতকাল সারারাত ঘুমাতে পারিনি”।

সুতরাং এ কথা বোঝা যাচ্ছে বিরোধীদের তিক্ত হয়ে উঠেছে কেন্দ্র। একথাও স্পষ্ট এটাই হতে চলেছে বাদল অধিবেশন সময়ের আগে মুলতুবি করার প্রধান কারণ। বিরোধীদের বিক্ষোভের জেরে আজই কেন্দ্র সরকার ইতি টানবেন বাদল অধিবেশনে।

অধিবেশনের শুরুতে থেকেই বিরোধীদল একজোট হয়ে চড়াও হয় কিন্তু সরকারের ওপর। পেগাসাস পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রশ্ন ছুঁড়েছে কেন্দ্রের দিকে। প্রতিদিনই লোকসভা ও বিধানসভার কার্যপ্রক্রিয়া বাঁধা দিয়েছেন তারা। নতুন মন্ত্রীদের পরিচয় করানোর থেকে শুরু করে যে কোন বিষয় নিয়ে আলোচনায় বাধা দিয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেলায় সাসপেন্ড হয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। তবুও টনক নড়েনি বিরোধীদের। লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে তারা।

সম্প্রীতি অধ্যক্ষ ওম বিড়লা সতর্ক করেছিলেন বিরোধী নেতাদের। দিয়েছিলেন কড়া বার্তাও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যসভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করে সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনার কাজে সহায়তার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বিরোধীরা তাতেও দেননি সারা। ছিলেন নিজেদের দাবিতে অনড়। ফলে আরো ক্ষুদ্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবং এই পরিস্থিতিতে বাদল অধিবেশন এই মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্ত নিল সরকার। আগামী 13 ই আগস্ট অব্দি চলার কথা ছিল এই অধিবেশন। যা দুদিন আগেই বন্ধ হতে চলেছে।

যেমন বিগত 19 দিন ধরে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে ব্যাহত হয়েছে অধিবেশন, তেমনি বিনা আলোচনাতেই ধ্বনি ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করে নিয়েছে সরকার। কেবল আটকে ছিলেন ওবিসি বিল। তবে বিরোধীরা এই বিল পাসে সমর্থন জানাবে বলে জানিয়েছিল। ইতিমধ্যেই লোকসভায় পাস হয়ে গিয়েছে এই বিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *