মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল রায়, কেন এমন মন্তব্য দিলীপ ঘোষের?

ডেস্ক: গতকাল বিধানসভার স্পিকারের ঘরে তৃতীয় শুনানি ছিল মুকুল রায়ের পদত্যাগ প্রসঙ্গে। এবং তিনি বাকি দুই বারের মতো এবারেও অনুপস্থিত ছিলেন। সুতরাং স্পিকার 13 মিনিটে শেষ করেন শুনানি। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে বঙ্গ বিজেপি।

এবং এই প্রসঙ্গেই আজ প্রাতঃভ্রমণে গিয়ে ইকোপার্কে সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মুকুল রায়, তাই বিধানসভায় আসতে পারছেন না তিনি। একথা স্পষ্ট মুকুল রায় বর্তমানে বঙ্গ বিজেপির প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

গতকাল শুনানি শেষে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন আগামী সপ্তাহেই আদালতে যাবেন তিনি। তার কথায়, “সংবিধানের দশম তফশিলে বলা আছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে। আগামী সপ্তাহে আমি কলকাতা হাই কোর্টে যাব। বর্তমান অধ্যক্ষের আমলে গত ১০ বছরে দলত্যাগ বিরোধী আইন বিধানসভায় কার্যকর করা হয়নি। গাজোলের বিধায়কের ২৩ বার শুনানি হওয়ার পরেও কোনও নিষ্পত্তি হয়নি। সেই অভিজ্ঞতা ও তথ্য আমাদের হাতে রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই কলকাতা হাই কোর্টে যাব।”

তারপরেই বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন, “মুকুল রায় বিধানসভা এড়িয়ে যাচ্ছেন। ওঁর ওখানে যাওয়ার মুখ নেই। তাই এড়িয়ে যাচ্ছেন। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা আইনি পথে যাব। ওঁ কোনও চাপে পড়ে তৃণমূলে (TMC) গিয়েছেন। কোন মুখে বিধানসভায় আসবে?”‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *