সভা কক্ষে হট্টগোল করার অভিযোগে সাসপেন্ড হল ছয় জন তৃণমূল সাংসদ

ডেস্ক: বাদল অধিবেশনের শুরু থেকেই লোকসভার কক্ষে তৈরি হয়েছিল অসন্তোষ। বিরোধীদের ক্রমশ চলতে থাকে হট্টগোলে বারবার মুলতুবি হয়েছে অধিবেশন। গতকাল এই রূপ পরিস্থিতির প্রসঙ্গে কড়া হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও বারবার চাপ করতে বলার পরেও মুখ বন্ধ না করায় রাজ্যসভায় সাসপেন্ড হলো 6 তৃণমূল সাংসদ।

এই ছয় সাংসদ হলেন দোলা সেনা, নাদিমূল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ। এদের সকলকে এই সাসপেন্ড করেছেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। এর আগেও সাংসদ শান্তনু সেন ও হয়েছিলেন সাসপেন্ড। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সংসদ কক্ষে পেগাসাস নিয়ে বক্তব্য রাখার সময় সে কাগজ ছিনিয়ে নেন তিনি। এবং পরে সেই কাগজই ছিঁড়ে উড়িয়ে দেন স্পিকারের দিকে। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা সকলেই এই ঘটনার নিন্দা করেছেন। কৃতকর্মের শাস্তিস্বরুপ সমগ্র বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তাকে।

এ ঘটনার পর আজ হঠাৎ 6 জন তৃণমূল সাংসদ কে সাসপেন্ড করা হয় এবং কক্ষ ছেড়ে বেরিয়েও যেতে বলা হয় তাদের। অভিযোগ ওঠে হট্টগোল এবং কক্ষের মধ্যে চিৎকার করার এছাড়াও নানা নিয়মবিধি ভেঙেছেন এই 6 জন। তবে শুধুমাত্র আজকেরই জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, অধিবেশন চলাকালীন কেন্দ্রের সমস্ত মুদ্দায় বিরোধিতা করবে এমনটাই পরিকল্পনা নিয়েছে তৃণমূল। পাশাপাশি পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও আওয়াজ তোলো তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *