উপ নির্বাচনে ভোট চাওয়ার নতুন পন্থা বিজেপির, পরাজয়ের আশঙ্কায় এমন পদক্ষেপ?

ডেস্ক: অপেক্ষা আর মাত্র দুদিনের। দুদিন পরেই আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে। সেই কারণেই ভবানীপুর উপনির্বাচনের শেষদিনের প্রচার কে ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়েছে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত যদুবাবুর বাজার এলাকা। মমতা বন্দোপাধ্যায়ের প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়ালের সমর্থনে প্রচার করতে গতকাল সাতসকালেই ভবানীপুর এলাকায় পৌঁছে যান বিজেপি শিবিরের নেতারা।

কিন্তু প্রচার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় বিজেপি কর্মীরা, পড়ে বাঁধার মুখে। যার কারণে প্রচার অক্ষুন্ন রাখতে নতুন পন্থা গ্রহণ করে গেরুয়া শিবির। ভবানীপুর কেন্দ্রের ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হয়েছে একটি চিঠি। যে চিঠিতে লেখা হয়েছে, ভবানীপুর নির্বাচনে বিজেপি জিতলে সরকার বদলে যাবে না ঠিকই। কিন্তু বদলে যাবে মুখ্যমন্ত্রী। তাহলে দুর্নীতি কম হবে। তাই ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ভোত দিয়ে জয়ী করুন।

কিন্তু এই চিঠির পরেও ভোটের অংক কতটা হেরফের হবে তা বলতে পারছে না বিজেপির ভোট ম্যানেজাররা। কারণ একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী রুদ্রনীল ঘোষ কে 28 হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হন। আর সেখানে এখন ভোট প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা মমতা বন্দোপাধ্যায়ের গড়।

সুতরাং তৃণমূলের আসা সেখান থেকে কমপক্ষে 50 হাজার ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকাল ঘোষণা করেছেন যদি প্রিয়াঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় কে হারাতে পারেন তাহলে তিনি তার বিরোধী দলনেতা পদ ছেড়ে দেবেন প্রিয়াঙ্কাকে। এমনিতেই পশ্চিমবঙ্গের রাজনীতি গোটা ভারতবর্ষে আলোচনার সৃষ্টি করে সেখানে উপ নির্বাচনের বিষয়টির দিকে লক্ষ্য গোটা দেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *