কেন্দ্রের নয়া ল্যান্ডমার্ক উদ্যোগ, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা পাবেন টিকা

ডেস্ক: মহামারীর দ্বিতীয় ঢেউ নিম্নগামী হলেও আসন্ন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা গ্রাস করছে সকলকে। মহামারীর এই পরিস্থিতিকে হার মানানোর একমাত্র অস্ত্র হলো টিকাকরণ। আর সেই কথা মাথায় রেখেই দেশের সমস্ত জনসাধারণকে টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে দেশের 50 কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়ে গেছে।

কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। প্রয়োজনের তুলনায় ঠিকা কম হওয়ায় টিকা দান করতে সমস্যা হচ্ছে প্রায় সব রাজ্যের। এর মধ্যে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারত সরকার। শুধু মাত্র 130 কোটি ভারতবাসীকেই নয়। এবার ভ্যাকসিন পাবেন ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকরা ও।

আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ সিদ্ধান্তকে ল্যান্ডমার্ক বলে মনে করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, “কোভিড থেকে নিরাপদ থাকতে একটি ল্যান্ডমার্ক উদ্যোগ নেয়া হয়েছে।” কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে বিদেশী নাগরিক যাঁরা ভারতে বসবাস করছেন, তাঁদেরও টিকা দেওয়া হবে। করোনার প্রতিষেধক ভ্যাকসিন নিতে কো উইন পোর্টালে রেজিস্টার করতে বলা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে।

বিদেশী নাগরিকদের পাসপোর্টই কো উইনে রেজিস্টারের জন্য বৈধ নথি হিসাবে বিবেচিত হবে। এই পোর্টালে রেজিস্টার করা হলেই তবে মিলবে ভ্যাকসিনেশেনর জন্য স্লট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *