দৈনিক সংক্রমণ ছড়াবে 8 থেকে 5 লক্ষের মতো, অক্টোবরে চরমে পৌঁছাবে তৃতীয় ঢেউ

ডেস্ক: এমনিতেই মহামারীর জেরে কুপোকাত গোটা বিশ্ব। দ্বিতীয় ঢেউয়ের কারণে টালমাটাল পরিস্থিতি কাটিয়ে উঠতে বেশ সময় লাগছে এখনো। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভিতিগ্রস্ত্র দেশবাসী।

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কমিটি প্রধানমন্ত্রী দফতরে এদিন একটি রিপোর্ট জমা দেয়, যেখানেই উল্লেখ করা থাকে কোরোনার তৃতীয় ঢেউ অক্টোবরেই চরম আকার নেবে। সংস্থার সদস্য ভি কে পাল জানিয়েছেন, থার্ড ওয়েভে কমপক্ষে 23 শতাংশ মানুষ কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবেন। অন্ততপক্ষে কেন্দ্রকে 2 লক্ষ ICU বেডের ব্যবস্থা রাখতে সুপারিশ করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মে মাসে শীর্ষে পৌঁছায় করোনা দ্বিতীয় ঢেউ। একদিনে আক্রান্তের সংখ্যা 3 লক্ষও ছাড়িয়েছিল। কোভিড নিয়ে কেন্দ্রের টাস্ক ফোর্সের প্রধান ভি কে পালের মতে, কোরোনার থার্ড ওয়েভে সেপ্টেম্বর মাসে দৈনিক আক্রান্ত সংখ্যা ছুঁতে পারে 4 থেকে 5 লক্ষ।

নীতি আয়োগ জানিয়েছেন, দ্বিতীয় ওয়েভে হাসপাতালগুলির দূর্বিষহ অবস্থার কথা বিবেচনা করেই তৃতীয় ওয়েভের আগে 2 লক্ষ আইসিইউ বেডের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউয়ের চরম অবস্থায় করোনায় আক্রান্ত 21.74 শতাংশ মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়েছিল। যাদের মধ্যে 2.2 শতাংশেরই প্রয়োজন ছিল আইসিইউ বেড। আর এবার সেই কথা মাথায় রেখেই আগামী এক মাসের মধ্যে নীতি আয়োগের তরফে কেন্দ্রকে ২ লক্ষ আইসিইউ বেড,1.2 লক্ষ ভেন্টিলেটর যুক্ত আইসিইউ বেড, 7 লক্ষ সাধারণ বেড (5 লক্ষ অক্সিজেন ব্যবস্থাযুক্ত) এবং 10 লক্ষ কোভিড আইসোলেশন কেয়ার বেডের সুপারিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *